shono
Advertisement
South 24 Parganas

ভরসন্ধ্যায় শুটআউট বিষ্ণুপুরে! হাসপাতালে ভর্তি আহত যুবক

পুলিশ খতিয়ে দেখছে নিজে থেকেই গুলি চলেছে, নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 06:21 PM Oct 09, 2025Updated: 08:00 PM Oct 09, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নিজের বন্দুকের গুলিতেই আহত যুবক। নিজের রিভলবার পরিষ্কার করতে গিয়ে গুলি ছিটকে লাগলো এক ব্যক্তির। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার উত্তর বাগিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আহত ব্যক্তির নাম সুজয় নস্কর। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতেই ব্যবসায়ী সুজয় বাবু নিজের ওই আগ্নেয়াস্ত্রটি পরিষ্কার করছিলেন। তাঁর বয়ান অনুযায়ী, পরিষ্কারের সময় অসাবধানে ট্রিগারে হাত পড়ে গেলে গুলি ছিটকে লাগে তাঁর শরীরে। কোমরের উপরে গুলি ছিটকে লাগে। গুলিবিদ্ধ ব্যক্তিকে জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। সুজয় নস্করের দাবি এই বন্দুকের লাইসেন্স রয়েছে তাঁর কাছে। পুলিশ খতিয়ে দেখছে নিজে থেকেই গুলি চলেছে, নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজের বন্দুকের গুলিতেই আহত যুবক।
  • দক্ষিণ ২৪ পরগণার পাম ভিলেজের ঘটনা।
  • আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement