অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: বাড়ির দেওয়ালের পাইপ, জানলা বেয়ে উপরে উঠতে সিদ্ধহস্ত! একের পর এক চুরির অভিযোগ তার বিরুদ্ধে। সিকিমে কুখ্যাত ওই যুবক 'স্পাইডারম্যান' হিসেবেই পরিচিত। একটি চুরির পর সিকিম থেকে শিলিগুড়িতে পালিয়ে আত্মগোপন করেছিল ওই যুবক। সিকিম ও বাংলার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করল। ধৃত ওই যুবকের নাম রাকেশ রাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিকিমে বিভিন্ন সময় একাধিক চুরির সঙ্গে নাম জড়িয়ে স্পাইডারম্যানের। বিভিন্ন বাড়ির পাইপ বেয়ে চুরিতে সিদ্ধহস্ত এই যুবক। নিমেশের মধ্যে বহুতল, বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে উঠে পড়ে সে। আবার নিমেশের মধ্যে নেমেও যায়। একাধিক চুরির তদন্তে সেইই প্রধান অভিযুক্ত। সূত্রের খবর, গত ২৯ অক্টোবর পশ্চিম সিকিমের গেজিং থানার অন্তর্গত একটি বাড়ির তালা ভেঙে ১০ গ্রাম সোনা, ৫০০ গ্রাম রূপো ও প্রায় ৬০ হাজার টাকা নগদ চুরি হয়েছিল। ১০ লক্ষ টাকার গয়না, নগদ চুরি হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করে গেজিং পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদেই উঠে আসে, চুরির মূল অভিযুক্ত রাকেশ রাই ওরফে 'স্পাইডারম্যানে'র নাম।
বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হয়। গোপন সূত্রে সিকিম পুলিশ জানতে পারে, শিলিগুড়িতে ওই দুষ্কৃতী গা ঢাকা দিয়ে রয়েছে। গত ১০ দিন শিলিগুড়ির মিলন মোড় এলাকার একটি বাড়িতে গা ঢাকা দিয়ে আছে রাকেশ। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তার সন্ধান পাওয়া যায়। এরপরই সিকিমের গেজিং থানার পুলিশ প্রধাননগর থানার সঙ্গে যোগাযোগ করে। দুই থানার পুলিশ সাদা পোশাকে ওই এলাকায় অভিযান চালায়। মিলনমোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সিকিম পুলিশ তাকে আইনি প্রক্রিয়া মেনে সিকিমে নিয়ে গিয়েছে। যেখানে তাকে গেজিং আদালতে তোলা হবে। তদন্তকারীরা চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছে পুলিশ। দীর্ঘদিন পর স্পাইডারম্যান গ্রেপ্তার হওয়ায় স্বস্তিতে সিকিম পুলিশ।
