জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফার্মেসির ট্রেনিং নিতে হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার ছাত্রী! ওই ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ হাসপাতালেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা (Gaighata) থানার গ্রামীণ হাসপাতালে। পুলিশ তদন্তে নেমে হাসপাতালের ওই কর্মীকে গ্রেপ্তার করেছে। ঘটনা জানাজানি হতে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গতকাল, সোমবারের। ফার্মেসি নিয়ে পড়াশোনা করছেন ওই তরুণী। ট্রেনিং নেওয়ার জন্য ওই ছাত্রী চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে গিয়েছিলেন। ওই হাসপাতালেরই অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত রতন মালাকার। দীর্ঘদিন ধরেই তিনি হাসপাতালে নিযুক্ত রয়েছেন বলে খবর। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরায়। অভিযোগ, গতকাল ওই ছাত্রী শৌচালয়ে গিয়েছিলেন। অভিযোগ, ফেরার সময় ওই অস্থায়ী কর্মী তাঁর পথ আটকান। ওই ছাত্রীকে অশ্লীল প্রস্তাবও দেওয়া হয়! কোনওমতে ওই ছাত্রী সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে তিনি গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতকে প্রাথমিক জেরাও করা হয়। আজ, মঙ্গলবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের মহিলা রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও কথা বলতে নারাজ।
