shono
Advertisement
Gaya Express

হাওড়াগামী গয়া এক্সপ্রেসে চলল গুলি, মৃত যুবক, পারিবারিক বিবাদেই খুন?

এই ঘটনা নিয়ে বিহারের কিউল রেল পুলিশের সঙ্গে তদন্ত শুরু করেছে আরপিএফ।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:28 PM Jan 21, 2025Updated: 09:33 PM Jan 21, 2025

সুব্রত বিশ্বাস: হাওড়াগামী গয়া এক্সপ্রেসে চলল গুলি! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এক যুবককে খুন করার অভিযোগ উঠল। মৃত যুবকের নাম ধর্মেন্দ্রকুমার সাহ (৩২)। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জমি নিয়ে ওই যুবকের পারিবারিক বিবাদ চরমে উঠেছিল। সেই কারণের এই খুন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, আজ মঙ্গলবার পৌনে চারটে নাগাদ বিহারের কিউল স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর এই ঘটনা ঘটে। অসংরক্ষিত কামরায় চারজন ব‌্যক্তি ধর্মেন্দ্রকে ঘিরে ধরে। তারপরই রিভলভার ঠেকিয়ে তাঁর মাথায় গুলি করে। ঘটনাস্থলেই প্রাণ হারান ধর্মেন্দ্র। এরপর যাত্রীদের চিৎকার করে ট্রেন থামলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

এই ঘটনা নিয়ে কিউল রেল পুলিশের সঙ্গে তদন্ত শুরু করেছে আরপিএফ। পুলিশ মৃতের ব‌্যাগ থেকে বেশ কিছু জমির দলিল ও ওই সংক্রান্ত কাগজ পেয়েছে। সেই থেকেই সন্দেহ করা হচ্ছে, পারিবারিক বিবাদ থেকেই এই খুন। বিহারের লক্ষ্মীসরাই জেলার বাসিন্দা সহদেব সাহের পালিত ছেলে ধর্মেন্দ্র। বছর আটেক আগে তাঁর বিয়ে হয়। বছর সাতেকের এক ছেলেও রয়েছে।

পারবারিক সূত্রে তদন্তকারীরা জানতে পেরেছেন, সম্প্রতি জমিজমা বিক্রি করা শুরু করেছিল ধর্মেন্দ্র। তা নিয়ে পারিবারিক বিবাদ চরমে ওঠে। ফলে তার পরিচিতরাই এই খুনে জড়িত বলে পুলিশের প্রাথমিক সন্দেহ। এদিকে, ট্রেনে অসংরক্ষিত কামরাতে এই খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চরম নিরপত্তার অভাব বোধ করছেন যাত্রীরা। ট্রেনটিকে এসকর্ট করছিল জিআরপি। স্বভাবতই বিহার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এক যুবককে খুন করার অভিযোগ উঠল।
  • প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জমি নিয়ে ওই যুবকের পারিবারিক বিবাদ চরমে উঠেছিল।
  • আজ মঙ্গলবার পৌনে চারটে নাগাদ বিহারের কিউল স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর এই ঘটনা ঘটে।
Advertisement