shono
Advertisement

Breaking News

Bagda

বিয়ের ২০ দিন বাকি, সোনার গয়না-নগদ নিয়ে পালাল চোর, অঝোরে কাঁদছেন কনে

মাথায় হাত গৃহকর্তার।
Published By: Suhrid DasPosted: 08:44 PM Nov 17, 2025Updated: 08:44 PM Nov 17, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দিন ২০ পরেই একমাত্র মেয়ের বিয়ে। ধারদেনা করে, জমি বিক্রি করে মেয়ের বিয়ের গয়না, অন্যান্য সামগ্রী কেনাকাটা করেছে পরিবার। বিয়ের আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছিল। কিন্তু রবিবার রাতে ওই বাড়িতেই হানা দিয়েছিল চোরের দল। সোনার গয়না, বিয়ের জন্য রাখা কয়েক লক্ষ টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বনগাঁর বাগদা এলাকায়। ঘটনায় মাথায় হাত ওই পরিবার। এই বিপর্যয়ের পর অঝোরে কেঁদেই চলেছেন ওই পরিবারের একমাত্র মেয়ে।

Advertisement

বাগদার সিন্দ্রানি অঞ্চলের নলডুগারী গ্রামের বাসিন্দা কুদ্দুস মণ্ডল পেশায় কৃষক। ওই পরিবারের একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ে উপলক্ষ্যে কোনও কিছুই কার্পণ্য করেননি বাবা। বিয়ের জন্য কিছু অর্থ আগেই জমিয়েছিলেন। এছাড়াও টাকার জন্য কিছু জমি বিক্রি করেছিলেন। শুধু তাই নয়, ঋণও নেওয়া হয়েছিল। বিয়ের জন্য সোনার গয়না, জিনিসপত্রও কেনা হয়েছিল। বাড়িতেই ছিল সেসব। এদিকে আরও কিছু কেনাকাটা বাকি। তার আগেই বাড়িতে চুরি!

জানা গিয়েছে, বাড়ির পাশেই একটি অনুষ্ঠান হচ্ছিল। রবিবার রাতে পরিবারের সকলে সেখানে গিয়েছিলেন। সেই সুযোগে চোর হানা দেয়। রাত ন'টা নাগাদ গৃহকর্তা কুদ্দুস মণ্ডল বাড়িতে ফিরেই আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ি, ঘরের দরজার তালা ভাঙা। ঘরের ভিতর জিনিসপত্র ছড়িয়েছিটিয়ে। সোনার গয়না, টাকা সর্বস্ব চুরি হয়ে গিয়েছে! চিৎকার, চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাও এই ঘটনায় হতবাক। খবর দেওয়া হয় বাগদা থানায়। পুলিশ ঘটনার তদন্তু শুরু করেছে। ঘটনার পর থেকে দিশেহারা বাড়ির কর্তা। কীভাবে নতুন করে সব কিছু জোগাড় করে মেয়ের বিয়ে দেওয়া যাবে? কোথা থেকে আসবে টাকা? সেসব বিষয়ে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে কেঁদেই চলেছেন কনে। এমন ঘটনা আগে হয়নি, এমনই বলছেন প্রতিবেশীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন ২০ পরেই একমাত্র মেয়ের বিয়ে।
  • ধারদেনা করে, জমি বিক্রি করে মেয়ের বিয়ের গয়না, অন্যান্য সামগ্রী কেনাকাটা করেছে পরিবার।
  • বিয়ের আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছিল।
Advertisement