shono
Advertisement
Nandigram

নন্দীগ্রামে কোর কমিটি গঠন, ছাব্বিশের লক্ষ্যে নয়া সিদ্ধান্ত তৃণমূলের

ভোটের আগে কোর কমিটি ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Published By: Sayani SenPosted: 10:39 PM Nov 12, 2025Updated: 10:41 PM Nov 12, 2025

সৈকত মাইতি, তমলুক: উত্তর কলকাতা, বীরভূমের পর নন্দীগ্রাম। একজন নন, এবার নন্দীগ্রামের সাংগঠনিক দায়িত্ব কোর কমিটিকে দিল তৃণমূল। ছাব্বিশের নির্বাচনের আগে আরও ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম বিধানসভার দু'টি ব্লকে তৃণমূল কংগ্রেসের কমিটি ভেঙে হয়েছে কোর কমিটি।

Advertisement

তাই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত গর্গকে সরিয়ে সাতজনের কোর কমিটি গড়া হয়েছে। সেই কমিটিতে বাপ্পাদিত্য গর্গ-সহ রয়েছেন শেখ সুফিয়ান, অজয় কুমার মণ্ডল, শেখ শামসুল ইসলাম, সুহাসিনী কর, শেখ আব্দুল আলিম আলরাজি ও শেখ সাহাবুদ্দিন। অপরদিকে, নন্দীগ্রাম ২ ব্লকে পাঁচজনের কোর কমিটি গঠন করা হয়েছে। কোর কমিটির সদস্য সুনীল বরণ জানা কনভেনার। মনোজ কুমার সামন্ত, রবিন জানা, মহাদেব বাগ, শেখ কাজিহারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সামসাবাদ ও সোনাচূড়া অঞ্চলের ক্ষেত্রেও কোর কমিটি ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রাম ২ ব্লকের ক্ষেত্রেও বিরুলিয়া ও বয়াল ২ অঞ্চলে কোর কমিটি গঠন করা হয়েছে। তবে আমেদাবাদ, ভেকুটিয়া, খোদামবাড়ি, গোকুলনগর, হরিপুর, দাউদপুর সহ অন্যান্য অঞ্চলগুলির ক্ষেত্রে সভাপতি, সহ সভাপতি নির্বাচন করা হয়েছে। এ বিষয়ে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সঠিক সিদ্ধান্ত নিয়েছে দল।"

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগেই জেলাজুড়ে প্রায় সমস্ত ব্লকেই কমিটি গঠন করা হয়। তবে ব্যতিক্রম ছিল নন্দীগ্রাম। একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ক্রমশই যেন এই এলাকাটি নেতৃত্বহীনতায় ভুগছিল বলে অভিযোগ। তার জেরে শাসক দলের ভোটব্যাঙ্কে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে যথেষ্টই প্রভাব পড়েছিল। কাজেই সমস্ত দিক বিবেচনা করে এবার তাই ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত। স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে রাজ্য নেতৃত্ব। নির্বাচনের আগে সমস্ত সারির নেতাদের নিয়ে বুধবার সন্ধ্যায় এই কোর কমিটি ঘোষণা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নন্দীগ্রামে কোর কমিটি গঠন।
  • ছাব্বিশের লক্ষ্যে নয়া সিদ্ধান্ত তৃণমূলের।
  • কোর কমিটির ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement