দেব গোস্বামী, বোলপুর: একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। দলের সঙ্গে সহমত পোষণ করলেন অনুব্রত মণ্ডল। এসআইআর ইস্যুতে একই সুরে নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি দেন তিনি। প্রকৃত ভোটারদের তাঁর অভয়বাণী, "আমরা রুখে দাঁড়াব। ভয় পাব না।"
রবিবার বীরভূমের লাভপুরের দাঁড়কা অঞ্চলে তৃণমূলের একটি জনসভা ছিল। উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল মান্নান, তৃণমূল নেতা শোভন চৌধুরী-সহ একাধিক জেলা নেতৃত্ব। ওই জনসভার মঞ্চ থেকে SIR নিয়ে সরব হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “SIR ফর্ম ফিলাপ করব, তোমাদের হিম্মত রয়েছে? অত সোজা না! তোমরা আমাকে তাড়িয়ে দেবে? জেল খাটাবে? আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে মা-বোনের জন্ম। আমরা ছেড়ে দেব না, আমরা রুখে দাঁড়াব। ভয় পাব না। রুখে দাঁড়াব।”
এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার এসআইআর ইস্যুতে মুখ খোলেন অনুব্রত। সেই সময় তিনি বলেন, “SIR চালু হোক না। কোনও সমস্যা নেই।” এসআইআর ইস্যুতে গেরুয়া শিবিরকে তোপ দাগতেও ছাড়েননি বীরভূমের 'দাপুটে' নেতা। অতীতে তিনি কার্যত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, “কারও ক্ষমতা নেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়। উড়ে এসে জুড়ে বসেননি। বাংলাদেশ থেকে আসেননি। নাম বাদ দেওয়ার ক্ষমতা নেই বিজেপি সরকারের।” এদিনের মঞ্চে দাঁড়িয়ে অবশ্যই অনুব্রতর মুখে বিজেপির নাম শোনা যায়নি। তবে জনসভায় অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের তৃণমূল কর্মী-সমর্থকদর উচ্ছ্বাসই যেন প্রমাণ দেয় এসআইআর নিয়ে ঠিক কতটা চিন্তিত তাঁরা।
