shono
Advertisement

Breaking News

TMC

'পরিষেবা পাওয়া মানুষের অধিকার, দিতে হবে', নির্বাচন মাথায় রেখে সরকারি কর্মীদের বার্তা সংগঠনের

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের মনোভাব বুঝতে চাইছে শাসক দলের কর্মচারী সংগঠন।
Published By: Tiyasha SarkarPosted: 07:27 PM Dec 01, 2024Updated: 07:35 PM Dec 01, 2024

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সরকারি পরিষেবা মানুষের অধিকার। তা দিতে হবে মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে। সেই মূল শর্ত মাথায় রেখেই সরকার চলে। তার জন‌্য সরকারি কোনও কর্মী কোনও উপভোক্তার সঙ্গে খারাপ ব‌্যবহার করা যাবে না, স্পষ্ট বার্তা দিয়ে উত্তরের জেলাগুলিতে তিনদিনব‌্যাপী সম্মেলন শেষ করল তৃণমূলের কর্মচারী ফেডারেশন।

Advertisement

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের মনোভাব বুঝতে চাইছে শাসক দলের কর্মচারী সংগঠন। সেই কারণেই আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি প্রাথমিকভাবে এই তিনজেলার সম্মেলনের আয়োজন করা হয়। বিগত তিনদিনে দলের সঙ্গে সমমনোভাবাপন্ন সরকারী কর্মচারীদের মন বোঝার কাজ চলেছে। কোথায় তাঁদের খামতি, কোথায় সমস‌্যা, কাজে গাফিলতি থাকলে তা কেন, সেসব খুঁটিয়ে জানার পাশাপাশি তাঁদের সমস‌্যা সমাধানের পথ বার করা হয়েছে।

রবিবার শেষ দিনে সেই সম্মেলন থেকেই মূল বার্তা দেওয়া হল। সেখানে সরকারি পরিষেবা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে দলীয় সংগঠন। পশ্চিমবঙ্গ রাজ‌্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েকের কথায়, “মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় মানুষকে পরিষেবা দেওয়ার জন‌্য অসংখ‌্য প্রকল্প চালু করেছেন। তাঁর মূল মন্ত্রই হল মানুষকে পরিষেবা দেওয়া। উপভোক্তাদের এই সংক্রান্ত পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত সমস‌্যা থাকতেই পারে। সেসব যতটা সম্ভব নমনীয়ভাবে মেটাতে হবে। মানুষের সঙ্গে কোনও খারাপ ব‌্যবহার করা যাবে না। মনে রাখতে হবে মানুষই সব, তাঁদের জন‌্যই মুখ‌্যমন্ত্রীর পরিষেবা।” আগামিদিনে পর পর বিভিন্ন জেলায় এই সম্মেলন করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। তার সঙ্গে সংগঠনের সদস‌্য সংগ্রহের কাজও চলছে। এই সম্মেলনগুলি থেকে সদস‌্য সংগ্রহের কাজে উৎসাহ দেওয়ার প্রক্রিয়াও চলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি পরিষেবা মানুষের অধিকার। তা দিতে হবে মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে।
  • সেই মূল শর্ত মাথায় রেখেই সরকার চলে।
  • তার জন‌্য সরকারি কোনও কর্মী কোনও উপভোক্তার সঙ্গে খারাপ ব‌্যবহার করা যাবে না, স্পষ্ট বার্তা দিয়ে উত্তরের জেলাগুলিতে তিনদিনব‌্যাপী সম্মেলন শেষ করল তৃণমূলের কর্মচারী ফেডারেশন।
Advertisement