সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজবাজার, কালিয়াচকের পর নোদাখালি। ফের দুষ্কৃতীদের টার্গেটে তৃণমূল কর্মী। রাস্তার মাঝে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেই অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।
জখম কৃষ্ণ মণ্ডল। তিনি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। ওই ব্যক্তি নোদাখালি থানার ডোঙ্গারিয়ার বাসিন্দা। শনিবার সকালে ডোঙ্গারিয়া এলাকায় বাইকে চড়ে তিন যুবক আসে। অভিযোগ, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মী রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুলির শব্দ শুনে দৌড়ে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে ফের বাইকে চড়ে ঘটনাস্থলে ছাড়ে দুষ্কৃতীরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। তাঁকে প্রথমে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে চড়ে আসা দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল। তার উপর আবার মাথায় ছিল হেলমেট। তাই তাদের চিনতে পারেননি কেউ। কী কারণে দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কোনও শত্রুতা নাকি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনও অভিসন্ধি রয়েছে, তা-ও পরিষ্কার নয়। নোদাখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দিনেদুপুরে এমন শুটআউটের ঘটনা পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। সেক্ষেত্রে গুলির আগে কেউ তাঁকে হুমকি দিয়েছিলেন, ঘটনাস্থলে তৃণমূল কর্মীকে কেউ ডেকে পাঠিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।