দেবব্রত মণ্ডল, ক্যানিং: শীতের শুরু মানেই পর্যটনের আদর্শ মরশুম। রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির মতো সুন্দরবনেও বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা হাজির হন। সেই আবহেই আগামী ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকবে সুন্দরবন। নির্দেশিকা দিয়ে এই কথাই জানিয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ। কিন্তু কেন বন্ধ থাকবে সুন্দরবন? জানা গিয়েছে, সুন্দরবনে বাঘশুমারির কাজ শুরু হবে। ওই দু'দিন ওই শুমারির কাজকর্ম হবে। সেকারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর।
সুন্দরবনে লঞ্চ, বোটে করে পর্যটকরা যান। লঞ্চে রাত্রিবাসের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকাতেও থাকার ব্যবস্থা রয়েছে। শীতের সময় প্রচুর পর্যটক হাজির হন সুন্দরবনে। পর্যটকরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেজন্যই আগাম নির্দেশ জারি করা হয়েছে। প্রতি বছরই নির্দিষ্ট সময় বনের বাঘগণনার কাজ চলে। বনের ভিতর ট্র্যাপ ক্যামেরা বসানো, বাঘের পায়ের ছাপ সংগ্রহ করার কাজ করেন বনকর্মীরা।
এবার শুমারির প্রথম পর্যায়ে ১১ ও ১২ ডিসেম্বর ওই দু'দিন নির্ধারিত হয়েছে। সেজন্য ওই দু'দিন সুন্দরবন পর্যটকদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। কোনও বোট, লঞ্চ পর্যটকদের নিয়ে সুন্দরবনে ওই দু'দিন বেরোতে পারবে না। টাইগার রিজার্ভ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ১১ ও ১২ তারিখ কোনও অনলাইন বুকিং করা যাবে না। এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল ডিরেক্টর জোন্স জাস্টিনস বলেন, "সুষ্ঠুভাবে বাঘ গণনা করার জন্যই আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের। যাতে সঠিকভাবে বাঘের পরিসংখ্যান পাওয়া যায় তার দিকেও নজর রাখা হচ্ছে। আশা করা হচ্ছে, এবার বাঘের পরিসংখ্যান অনেকটাই বাড়বে।" টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, শুমারির প্রথম পর্যায়ের কাজ করতে গেলে শান্ত পরিবেশে দরকার। পর্যটকদের আনাগোনা থাকলে সেই কাজ ব্যাহত হতে পারে। তাই দু'দিন জঙ্গলে পর্যটন সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ রাখা হচ্ছে।
এবার মোট ১৪৮৪টি ক্যামেরা বসানো হবে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে। সব মিলিয়ে ৪১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের সারাক্ষণের গতিবিধি নজরবন্দি করবে এই ক্যামেরা। একমাসের বেশি সময় ধরে ক্যামেরার ছবি তোলার মাধ্যমে এই বাঘ গণনার কাজ চলবে। এবার কেবল বাঘের গতিবিধি নয়, তাদের খাদ্যের জোগান কেমন, তাও পর্যবেক্ষণ করা হবে। জঙ্গলে হরিণ, বন্য শুকর-সহ অন্যান্য প্রাণীর উপস্থিতিও পর্যালোচনা করা হবে। এবারই প্রথম এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। এই কাজের জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে।
