অভিষেক চৌধুরী, কালনা: মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি। আর তারই বিপজ্জনক পরিণতির সাক্ষী থাকল কালনা। দ্রুত গতিতে গাড়িচালক ধাক্কা মারে টোটোয়। পথেই প্রাণ হারান দুজন। আরও দুজন গুরুতর জখম হয়েছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা।
শনিবার ঘড়ির কাঁটায় তখন বেলা বারোটা হবে। কুসুমগ্রাম থেকে মন্তেশ্বরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী টোটো। কাটোয়ার দিক থেকে কুসুমগ্রামে আসছিল একটি চারচাকা গাড়ি। চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল সে। সেই সময় উলটো দিকে থাকা যাত্রীবাহী টোটোতে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। নিহত বছর পঞ্চান্নর পরেশ রুদ্র এবং বছর পঁচাত্তরের বিশ্বনাথ রায়। পরেশ রুদ্র ছিলেন টোটোচালক। বিশ্বনাথ রায় যাত্রী। দুজনেই মন্তেশ্বরের বাসিন্দা।
এই দুর্ঘটনায় আরও দুজন জখম হয়েছেন। তাঁরা হলেন নাজমা খাতুন এবং আজিজা খাতুন। দুজনেই টোটো যাত্রী। পেশায় কমিউনিটি হেলথ অফিসার। তাঁদের প্রথমে মন্তেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। আটক ওই গাড়িচালকও।