shono
Advertisement

অস্বস্তি বাড়াচ্ছে বাংলার কোভিড গ্রাফ, প্রশাসনের মাথাব্যথা এই তিন জেলার মৃত্যুহার

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষেরও বেশি।
Posted: 09:19 PM Nov 25, 2020Updated: 09:29 PM Nov 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোটেও স্বস্তি দিচ্ছে না রাজ্যের করোনা (Corona Virus) পরিস্থিতি। মঙ্গলবারের তুলনায় করোনার দৈনিক সংক্রমণ সামান্য কমেছে। বেড়েছে মৃতের সংখ্যা। দৈনিক কোভিডজয়ীর সংখ্যাও কিছুটা কমেছে। তবে করোনায় মৃত্যুর নিরিখে মাথাব্যথা বাড়াচ্ছে রাজ্যের তিন জেলা। 

Advertisement

কলকাতা ও দুই ২৪ পরগনা-রাজ্য প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে। ইতিমধ্যে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২ হাজার ৫০৩ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে করোনা পজিটিভ হয়েছেন ৮৬৫ জন। মোট আক্রান্ত প্রায় ৯৭ হাজার। এরপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে দৈনিক সংক্রমণ ২০০-এর সামান্য বেশি। কিন্তু সেখানে আবার মৃতের সংখ্যাটা চিন্তা বাড়াচ্ছে। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫২৮ জন। ফলে মোট রাজ্যের মোট কোভিড পজিটিভের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৬৬ হাজার ৯৯১ জন।

[আরও পড়ুন : শীঘ্রই পাহাড়ে ফিরবেন বিমল গুরুং, মোর্চার প্রাক্তন নেতার প্রত্যাবর্তনের খবরে শোরগোল]

এদিকে চিন্তা বাড়াচ্ছে জেলায়-জেলায় করোনায় মৃত্যুর ছবি। বুধবারের বুলেটিন বলছে, বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতা (১৫), উত্তর ২৪ পরগনা (১১) ও দক্ষিণ ২৪ পরগনায় (১০) জনের মৃত্যু হয়েছে। ফলে বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৭২ জন। 

যদিও বাংলায় অ্যাকটিভ বা চিকিৎসাধীন করোন রোগীর সংখ্যা অনেকটাই কম। সরকারি হিসেব বলছে, বাংলায় অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৫২ জন। বেড়ে সুস্থতা। রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৬৭ জন। ফলে বাংলায় সুস্থতার হার ৯২.৯৫ শতাংশ।

[আরও পড়ুন : যাত্রীদের জন্য সুখবর, ১ ডিসেম্বর থেকে আরও সাত জোড়া দূরপাল্লার ট্রেন চালু রাজ্যে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement