shono
Advertisement

দূরের বাসিন্দাদের ঘরে ফেরানোর তৎপরতা, আজ অতিরিক্ত বেসরকারি বাস চালানোর আরজি রাজ্যের

পথে নামছে অতিরিক্ত সরকারি বাসও।
Posted: 03:31 PM May 15, 2021Updated: 04:30 PM May 15, 2021

নব্যেন্দু হাজরা: রবিবার সকাল থেকে রাজ্যে ‘প্রায় লকডাউন’ জারি হচ্ছে। জরুরি পরিস্থিতি ছাড়া রাজ্যজুড়ে বন্ধ থাকবে সমস্ত গণপরিবহণ। এমন পরিস্থিতি যাঁরা ঘর ছেড়ে অন্য শহরে বা রাজ্যের অন্যপ্রান্তে কাজ করেন তাঁদের মাথায় হাত। রাত পোহালেই প্রায় লকডাউন, কীভাবে ফিরবেন বাড়ি? তাঁদের কথা চিন্তা করে বেসরকারি পরিবহণ সংগঠনগুলির দ্বারস্থ হল রাজ্য সরকার।

Advertisement

‘ঘরছাড়া’ সেই সমস্ত মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে আজ অর্থাৎ শনিবার দিনভর যত বেশি সংখ্যক সম্ভব বেসরকারি বাস চালানোর আবেদন জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট চিঠি দিয়েছে বাস ইউনিয়নগুলিকে। যাতে বলা হয়েছে, রাজ্যজুড়ে আজ অতিরিক্ত সরকারি বাস চালানো হচ্ছে। পাশাপাশি ঘরে ফিরতে চাওয়া মানুষের হয়রানি রুখতে দিনভর বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানানো হয়েছে। 

[আরও পড়ুন: রাজ্যে কড়া নিষেধাজ্ঞার মধ্যেও আগামী ১৪ দিন মিলবে এসব পরিষেবা, দেখে নিন একঝলকে]

করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ‘প্রায় লকডাউনের’ পথে হেঁটেছে রাজ্য। আপাতত ১৫ দিনের জন্য বন্ধ কল কারখানা, সরকারি-বেসরকারি অফিস। ফলে ঘর ছেড়ে সেখানে চাকরি করতে আসা অনেকেরই বাড়ি ফেরা ছাড়া আর গতি নেই। কিন্তু সময় হাতে খুব কম। ফলে বাস শঙরের রাস্তায়, বাস টার্মিনাসে ভিড় জমা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হাজির থাকছেন সরকারি আধিকারিকরা। যাতে বাড়ি ফেরার মতো টিকিট পৌঁছে যায়। এবং হয়রানি এড়াতে অতিরিক্ত বাস চালানোর আরজি জানাল রাজ্য সরকার। 

উল্লেখ্য, করোনা (Coronavirus)সংক্রমণ রুখতে কার্যত লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। রবিবার সকাল ৬টা থেকে ৩০ তারিখ সন্ধে পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা জারি থাকবে। শনিবার দুপুরে  নবান্নে (Nabanna) মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন। 

[আরও পড়ুন: করোনা মোকাবিলায় আরও কড়া রাজ্য, আগামী ১৪ দিন বন্ধ বাস, মেট্রো-সহ সব গণপরিবহণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement