নিরুফা খাতুন: সাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকূটি! বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শনিবারই নিম্নচাপে পরিণত হচ্ছে। তবে তা ঘূর্ণিঝড় হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।
ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। রবিবার ও সোমবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও তাঁদের যেতে বারণ করা হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের নিয়ন্ত্রণে রাখার পরামর্শ গিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়।
দক্ষিণবঙ্গে সপ্তাহভর শীতের আমেজ। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। তবে সকালের দিকে পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে কুয়াশা বেশি থাকবে। রবিবার সকালের দিকে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে কুয়াশা থাকবে। সোমবার সকালে মাঝারি কুয়াশা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে।
উত্তরবঙ্গেও শীতের আমেজ। মনোরম পরিবেশ। সকালে কিছুক্ষণ কুয়াশা থাকলে দিনভর পরিষ্কার আকাশ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। মূলত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। রবিবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। সোমবার সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ; মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।