নিরুফা খাতুন: শীতের সাময়িক বিরতি। সোমবার সকালে বাড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পূবালি হাওয়ার জেরে এমন ছন্দপতন বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আগামী কয়েকদিন এমন আবহাওয়া জারি থাকবে বলেই মনে করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই মনখারাপ শীতবিলাসীদের।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে পশ্চিমি শীতল হাওয়ার প্রভাব। পরিবর্তে পূবালি বাতাস বইবে। তার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পও ঢুকবে। দক্ষিণবঙ্গে সোম থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। পারদ চড়লেও রাতে ও ভোরে শীতের আমেজ বজায় থাকবে। এবারে শীত যেন একটু আগেই ঢুকে পড়েছে শহরে। কলকাতায় বেশ মনোরম আবহাওয়া ছিল। শীতের আমেজও শহরে ভালোই টের পাওয়া যাচ্ছিল।
সোমবার থেকে হাওয়া বদল। মঙ্গলবারের মধ্যে কলকাতায় রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তাপমাত্রার সঙ্গে কুয়াশা বাড়বে। জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। বেলার দিকে উষ্ণতার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও চলবে। উত্তরবঙ্গেও পারদ ঊর্ধ্বমুখী। পাল্লা দিয়ে চলবে কুয়াশার দাপটও। পার্বত্য এলাকায় সকালের দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তাপমাত্রা সামান্য বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই মন ভালো নেই শীতবিলাসীদের। সবেমাত্র আমেজ গায়ে মাখামাত্রই শীত যাই যাই করায় যেন তাঁরা হতাশ কিছুটা। যদিও আবহাওয়াবিদদের মতে, সপ্তাহান্তে ফের তাপমাত্রা নামতে পারে। তার ফলে আবারও বঙ্গে ফিরবে শীত।
