shono
Advertisement

Coronavirus Update: তিনশোর দোরগোড়ায় পৌঁছল রাজ্যের দৈনিক কোভিড গ্রাফ, কলকাতায় আক্রান্ত ১২৮

রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ দুশ্চিন্তা বাড়াচ্ছে সকলের।
Posted: 07:50 PM Jun 17, 2022Updated: 08:13 PM Jun 17, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় তিনশোর দোরগোড়ায় পৌঁছল রাজ্যের দৈনিক কোভিড গ্রাফ। সংক্রমণের শীর্ষে কলকাতা। সংক্রমণ বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। তবে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কাড়তে পারেনি কারও।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে করোনায় (Coronavirus) আক্রান্ত ২৯৫ জন। সংক্রমণের নিরিখে শীর্ষ কলকাতায়। তিলোত্তমায় মোট ১২৮ জন করোনা সংক্রমিত। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৮১ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৭। মোট অ্যাকটিভ কেস ২০ লক্ষ ২১ হাজার ২৬৭। তবে এদিনও ধারা বজায় রেখে ভাইরাসের হানা প্রাণ কাড়তে পারেনি কারও। এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ২০৭ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

[আরও পড়ুন: প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, দাপট দেখাল কলকাতা-সহ পাঁচ জেলা]

সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ যখন সকলের উদ্বেগ বাড়াচ্ছে, তখন ভরসা জোগাচ্ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৩ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। এখনও পর্যন্ত রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৮ হাজার ৬৫৪। সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ।

গত ২০২০ সালে করোনার দাপটে প্রায় স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। সেই সময় থেকে করোনা রুখতে টেস্টের উপর বিশেষ জোর দেওয়া হয়। তবে ইদানীং টেস্টের বিষয়ে কিছুটা হলেও উদাসীনতা দেখা গিয়েছে। শুক্রবার রাজ্যজুড়ে মোট ১১ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৫৪ লক্ষ ৪৪ হাজার ১৯১টি। পজিটিভিটি রেট ২.৬২ শতাংশ। করোনা সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিনেশন বা টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন রাজ্যজুড়ে মোট ৫১ হাজার ৩৬১ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ১৭ হাজার ৮৪। করোনার নতুন করে বাড়বাড়ন্তের মাঝে আরও সতর্কতা অবলম্বনের বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে দেওয়া হচ্ছে জোর।

[আরও পড়ুন: রাজনীতি দূরে রেখে ফের সৌজন্য, প্রধানমন্ত্রী মোদিকে বাংলার আম পাঠালেন মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement