shono
Advertisement
Nodakhali

বাড়ির পাশের জঙ্গলে উদ্ধার মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে আটক করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 11:25 AM Dec 07, 2025Updated: 11:25 AM Dec 07, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাড়ি লাগায়ো জঙ্গলে মহিলাকে ধর্ষণ করে খুন! উদ্ধার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ। শরীরে আঘাতের চিহ্ন। ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোদাখালি থানার অন্তর্গত রানিয়ার বিদিরা অঞ্চলে শনিবার রাতে এক মহিলাকে বাড়ি লাগোয়া জঙ্গলে পড়ে থাকে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশে। নোদাখালি থানার পুলিশ বছর ৪০-এর মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই পরিবার ও এলাকাবাসী ধর্ষণ করে খুনের অভিযোগ তোলেন। তাঁদের দাবি, বাড়ি লাগোয়া জঙ্গলে ডেকে নিয়ে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

দেহ ময়নাতদন্তে পাঠিয়ে সেই রাতেই তদন্তে নামে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি আটকদের মধ্যে একজন এলাকার বিজেপি নেতা। দীর্ঘদিন ধরে তিনি গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত। তবে পুলিশ এখনও কিছু জানায়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ি লাগায়ো জঙ্গলে মহিলাকে ধর্ষণ করে খুন! উদ্ধার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ। শরীরে আঘাতের চিহ্ন।
  • ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে।
  • শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে।
Advertisement