সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে দূষণের সমস্যা বাড়ছে গোটা দেশে৷ দূষণের মাত্রা বৃদ্ধির জন্য সাধারণ মানুষকেই দায়ী করেন পরিবেশবিদরা৷ দূষণমুক্ত সমাজ গড়তে পরিবেশ দিবসে নানা অঙ্গীকার নেন আমজনতা৷ কিন্তু তা আর পালন করা হয় কই? আসন্ন গণেশ চতুর্থীতে আবার নতুন করে দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করতে চলেছেন বেঙ্গালুরুর বাসিন্দা৷
[বড় গণেশ থেকে হতে পারে মারাত্মক বিপদ, ফের সতর্ক করল পুলিশ]
[‘বাহুবলী’ থিমে সিদ্ধিদাতা গণেশের মণ্ডপ, পুরুলিয়ার নিতুড়িয়ায় একটুকরো মুম্বই]
রাত পোহালেই গণেশ বন্দনা৷ দেশ জুড়ে জোরকদমে চলছে সেই প্রস্তুতি৷ এই মুহূর্তে বেঙ্গালুরুর ছবিটাও কিন্তু আলাদা নয়৷ চলছে লাস্ট মিনিটের কাজ৷ মণ্ডপ তৈরি, আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে জোরকদমে৷ কোন পুজো প্যান্ডেল কাকে চমক দেবে, সেই ভাবনায় রাতের ঘুম কেড়েছে পুজো উদ্যোক্তাদের৷ সত্য সাই ট্রাস্টের এবার চিন্তাভাবনা একটু অন্যরকম৷ দূষণকে রুখতে পরিবেশবান্ধব মূর্তির দিকেই ঝুঁকেছেন তাঁরা৷ আখ ও প্লাস্টার অফ প্যারিস দিয়েই তৈরি করা হয়েছে গণপতি বাপ্পার মূর্তির৷ সত্য সাই ট্রাস্টের সদস্য মোহন রাজ বলেন, ‘‘প্রতি বছরই আমরা নতুন কিছু করার চেষ্টার করি৷ দূষণের মাত্রা যখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তখন পরিবেশবান্ধব কিছু করারই চিন্তাভাবনা আসে আমাদের মনে৷ তাই গণপতি বাপ্পার মূর্তির জন্য আখ ও প্লাস্টার অফ প্যারিসকে বেছে নিয়েছে আমরা৷ প্রতিমা বিসর্জনের পর সাধারণত মাটি ও ব্যবহৃত রংয়ের জন্য জলজ প্রাণীর ক্ষতি হয়৷ কিন্তু এই মূর্তিটি বিসর্জনের জন্য কোনও জলজ প্রাণীরই সমস্যা হবে না৷’’ আখ দিয়ে গণপতি বাপ্পার মূর্তি তৈরি করছেন অবিনাশ নামে এক শিল্পী৷ প্রায় দেড় মাস ধরে কয়েকহাজার আখ দিয়ে মূর্তি তৈরি করা হচ্ছে৷ সত্য সাই ট্রাস্ট উদ্যোক্তাদের দাবি, গণেশ চতুর্থীর পর ওই আখগুলি স্থানীয়দের মধ্যে বিতরণ করা হবে৷
[বাঙালির নতুন হুজুগ, মূর্তি বিক্রিতে বিশ্বকর্মাকে টক্কর গণেশের]
একটু অন্যরকমভাবে গণপতি বাপ্পার আরাধনায় মাতোয়ারা হয়ে উঠেছেন হায়দরাবাদের বাসিন্দারাও৷ কাগজ, মাটি-সহ নানা জৈব পদার্থ দিয়ে পরিবেশবান্ধব মূর্তি তৈরির পরিকল্পনা করেছেন বহু পুজো উদ্যোক্তারা৷ মূর্তি বিক্রেতা সতীশ কুমার বলেন, ‘‘চার বছর ধরে মাটির তৈরি সাধারণ গণেশ মূর্তি বিক্রি হচ্ছে কম৷ বর্তমানে পরিবেশবান্ধব মূর্তির চাহিদা বাড়ছে৷ কম দামে পরিবেশবান্ধব মূর্তি বিকোচ্ছেও দেদার৷’’
The post মাটি নয়, পরিবেশবান্ধব গণপতি গড়েই চমক হায়দরাবাদে appeared first on Sangbad Pratidin.