সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশি হেফাজতে আত্মঘাতী (Suicide) বর ও কনে। এই অভিযোগে স্থানীয় থানায় হামলা চালল উত্তেজিত জনতা। বিহারের (Bihar) আরারিয়া জেলার তারাবাড়ি গ্রামের ঘটনায় চরম চাঞ্চল্য। নাবালিকার বিয়ের খবর পেয়ে বর ও কনেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। এর পর হেফাজতে আত্মঘাতী হয় ওই যুগল। ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা থানায় ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সদ্য বিবাহিতা কিশোরীর বয়স ১৪। অভিযুক্ত যুবক দেড় বছর আগে বিয়ে করেন কিশোরীর দিদিকে। তিনি মারা যাওয়ার পর শ্যালিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তারাবাড়ি গ্রামে দুদিন আগেই বিয়ের বয়স না হওয়া কিশোরীকে বিয়ে করেন তিনি। খবর পেয়ে ব্যবস্থা নেয় পুলিশ। বর এবং কনেকে বিয়ের আসর থেকে নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, বহুতলের একাংশ ভেঙে বাসিন্দাকে উদ্ধারে দমকল]
এর মধ্যেই একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। থানার লক-আপ বেয়ে উঠছেন এক যুবক। গলায় দড়ি দিচ্ছেন। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। গ্রামবাসীদের অভিযোগ, ভিডিওটি ওই থানার। পুলিশ যুগলের উপরে অকথ্য অত্যাচার চালায়। এর পর যুগলের দিকে নজর রাখা হয়নি বলেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ জনতা থানায় ভাঙচুর চালায়। পরে আগুন ধরিয়ে দেওয়া থানায়। হেফাজতে থাকা যুগলের আত্মহত্যা নিয়ে পুলিশ এখনও কোনও মন্তব্য করেনি।