shono
Advertisement

মোদিকে অসম্মানের জন্য ক্ষমা চান রাহুল, দাবি বিজেপির

রাজনাথের টিপ্পনি, কংগ্রেস সহ-সভাপতি সামান্য বাতাসটুকু বওয়াতে পারেন না, আবার ভূমিকম্পের কথা বলেন!
Posted: 05:25 PM Dec 12, 2016Updated: 11:55 AM Dec 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করছেন প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীরা। রবিবার এমনই মন্তব্য করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এবার তার প্রতিবাদে আসরে নামল শাসক দল। রাহুলকে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে সরব হল বিজেপি।

Advertisement

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করতে চাইছে। এর পরই টুইট করে রাহুল জানান, পাকিস্তান যা করতে চাইছে প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীরাও ঠিক তাইই করতে চাইছেন। এই মন্তব্যের প্রেক্ষিতেই রাহুলকে একহাত নিলেন বিজেপির মুখপাত্র শ্রীকান্ত শর্মা। তিনি জানান, নজর কাড়ার জন্য রাহুল এ সব বলছেন। আসলে তিনি অসুখে ভুগছেন। প্রধানমন্ত্রীর সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের জন্য রাহুলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তাঁর।

একই সঙ্গে কংগ্রেসকেও তুলোধোনা করেছেন শ্রীকান্ত। জানান, দেশকে ধর্মের ভিত্তিতে কী করে ভাগ করতে হয় তা কংগ্রেসের থেকে ভাল আর কেউ জানে না। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও অবশ্য কটাক্ষ করেছেন রাহুলকে। কদিন আগেই রাহুলের বক্তব্য ছিল, তিনি লোকসভায় কথা বললে ভূমিকম্প হবে। সে বিষয়েই রাজনাথের টিপ্পনি, কংগ্রেস সহ-সভাপতি সামান্য বাতাসটুকু বওয়াতে পারেন না, আবার ভূমিকম্পের কথা বলেন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement