রূপায়ন গঙ্গোপাধ্যায়: ১৬ আগস্ট রাজ্যে ‘খেলা হবে’ (Khela Hobe) দিবস পালনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার তৃণমূলের ‘খেলা হবে’ দিবসের পালটা কর্মসূচির ভাবনা বিজেপিরও (BJP)। ১৬ আগস্ট রাজ্যজুড়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনের কর্মসূচি নিতে চায় গেরুয়া শিবির।
জানা গিয়েছে, রাজনৈতিক হিংসা-সহ বিদ্যুতের মাশুল বৃদ্ধি, ভ্যাকসিন ইত্যাদি নানা ইস্যুতে ওইদিন আন্দোলনে নামার কথা ভাবছে বিজেপি। চলতি সপ্তাহেই আন্দোলনের রূপরেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে বিজেপি সূত্রে খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর “খেলা হবে” দিবসের ঘোষণাকে কটাক্ষ করে টুইট করেছেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। স্বপনবাবু বুধবার টুইট করেছেন, “১৯৪৬ সালের ১৬ আগস্ট মুসলিম লিগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে গ্রেট ক্যালকাটা কিলিং শুরু করে। আজকের পশ্চিমবঙ্গে খেলা হবে বিরোধীদের উপর সন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছে।” এই বিষয়টিকে সামনে রেখেও ১৬ আগস্ট বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হতে পারে।
[আরও পড়ুন: সংসার বাড়ছে রেড পান্ডার, দার্জিলিংয়ের চিড়িয়াখানায় আরও ১ শাবকের জন্ম]
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অবশ্য জানিয়েছেন, আগস্টে রাজ্যজুড়ে বড়সড় আন্দোলন হবে। তবে ১৬ আগস্টের দিন কোনও কর্মসূচি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে লাগাতার আন্দোলনে নামার পরিকল্পনা নিচ্ছে গেরুয়া শিবির। কলকাতায় কেন্দ্রীয়ভাবে কর্মসূচি হবে। কেন্দ্রীয় নেতারাও তাতে উপস্থিত থাকতে পারেন।