সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) ফের সেতু বিপর্যয় (Bridge Collapse)। মঙ্গলবার আরারিয়া জেলার বাকরা নদীর উপরে নির্মীয়মাণ এক সেতুর একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। জানা যাচ্ছে, ১২ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ওই সেতু। কিন্তু উদ্বোধনের আগে নির্মীয়মাণ অবস্থাতেই তা ভেঙে পড়ল।
এলাকার বিধায়ক বিজয় কুমার সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় জানান, ''ওই সেতুটি ভেঙে পড়ার পিছনে রয়েছে নির্মাণ সংস্থার মালিকের গাফিলতি। আমাদের দাবি, প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখুক।'' এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সেতুটির প্রধান অংশই ভেড়ে পড়েছে। বাকরা নদীর ধারে দাঁড়িয়ে থাকা সেতুর অংশ অবিকৃত রয়েছে বলেই দাবি।
[আরও পড়ুন: দুর্গাপুরে ডাক-কর্মীকে মাঝরাস্তা থেকে অপরহণের চেষ্টা! কাঠগড়ায় যোগীরাজ্যের পুলিশ]
ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। তাতে দেখা গিয়েছে কীভাবে সেতুটি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ দ্রুত বইতে থাকা বাকরা নদীর জলে ভেসে যাচ্ছে। আর একটি ভিডিওয় দেখা যাচ্ছে, উপস্থিত জনতা কীভাবে ভেঙে পড়া অংশের কাছে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছে।
বিহারে এই ধরনের সেতু বিপর্যয় কোনও নতুন কিছু নয়। এর আগে গত মার্চেই রাজ্যের সুপালে একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল। তারও আগে ভাগলপুরে একই ভাবে দুর্ঘটনা ঘটে।