shono
Advertisement

স্নাতক হলে IBPS-এর মাধ্যমে মিলতে পারে ব্যাংকে চাকরি, আজই আবেদন করুন

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
Posted: 05:15 PM Jun 10, 2021Updated: 05:15 PM Jun 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, আইবিপিএসের (Institute of Banking Personnel Selection) মাধ্যমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুনের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement

অফিসার অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)
আবেদনের যোগ্যতা:
১. যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. স্থানীয় ভাষায় দক্ষও হতে হবে।
৩. কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক।

অফিসার স্কেল-১(অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)
আবেদনের যোগ্যতা:
১. যেকোনও শাখায় স্নাতক/অ্যাগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ফিসিকালচার, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকনোমিক্স অথবা অ্যাকাউন্টেন্সি ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. স্থানীয় ভাষায় দক্ষও হতে হবে।
৩. ২-৩ বছর কোনও ব্যাংকে কাজে অভিজ্ঞতা থাকা আবশ্যক।

অফিসার স্কেল-২ (স্পেশ্যালিস্ট অফিসার্স) (ম্যানেজার)
আইটি অফিসার
ইলেকট্রনিক্স/কমিউনিকেশন/কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজিতে ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট:
এক বছরের অভিজ্ঞতা-সহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

[আরও পড়ুন: মাধ্যমিক উত্তীর্ণ মহিলারা চাকরি পেতে পারেন ভারতীয় সেনায়, জেনে নিন খুঁটিনাটি]

ল অফিসার:
১. ৫০ শতাংশ নম্বর-সহ আইনে ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. কমপক্ষে ২ বছরের ল অফিসার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

ট্রেজারি ম্যানেজার:
এক বছরের অভিজ্ঞতা-সহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/এমবিএ পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

মার্কেটিং অফিসার:
১ বছরের অভিজ্ঞতা-সহ মার্কেটিংয়ে এমবিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

অ্যাগ্রিকালচারাল অফিসার:
৫০ শতাংশ নম্বর-সহ অ্যাগ্রিকালচার/হর্টিকালচার/ডেয়ারি/অ্যানিম্যাল হাজবেন্ড্রি/ফরেস্ট্রি/ভেটেরিনারি সায়েন্স/অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/ফিসিকালচারে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

অফিসার স্কেল-৩ (সিনিয়র ম্যানেজার)
৫০ শতাংশ নম্বর-সহ যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনের পদ্ধতি:
https://www.ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষদিন:
আগামী ২৮ জুনের মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
আইবিপিএসের মাধ্যমে এই শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন সংক্রান্ত অন্যান্য যেকোনও তথ্যের জন্য https://www.ibps.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: বাণিজ্যে স্নাতক? চাকরির সুযোগ রয়েছে IIT খড়গপুরে, জানুন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement