shono
Advertisement

কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ, মাস্টার্স হলেই করা যাবে আবেদন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ The post কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ, মাস্টার্স হলেই করা যাবে আবেদন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:37 PM Aug 26, 2018Updated: 05:07 PM Aug 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য সুখবর৷ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় বিদ্যালয়৷  প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, লাইব্রেরিয়ান ও শিক্ষক পদের জন্য আবেদন করা যাবে৷ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে আবেদনের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিরাই এই পদে চাকরি পাবেন৷  

Advertisement

[মাস্টার্স করা থাকলেই রাজ্য সরকারের এই শূন্যপদে আবেদন করতে পারেন আপনি]

প্রিন্সিপাল পদে ৭৬ জনকে নিয়োগ করা হবে৷ এই পদে আবেদনের জন্য মাস্টার্স করা আবশ্যিক৷ সঙ্গে বিএডে ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন৷ এছাড়া ১৫ বছরের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর অভিজ্ঞতা৷ ন্যূনতম ৩৫ থেকে ৫০ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ নির্বাচিত প্রার্থীদের ৭৮ হাজার ৮০০ টাকা থেকে ২ লক্ষ ৯ হাজার ২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে৷    

ভাইস প্রিন্সিপাল হিসাবে শূন্যপদ ২২০টি৷ আবেদনের জন্য মাস্টার ও বিএড থাকতে হবে৷ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ বছরের অভিজ্ঞরাই ওই পদের জন্য আবেদন করতে পারবেন৷ নির্বাচিত প্রার্থীরা ৫৬ হাজার ১০০টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০টাকা বেতন পাবেন৷  এই পদে আবেদনকারীদের বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর৷ ৪৫ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে৷

[ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, স্নাতক হলেই করতে পারেন আবেদন]

১৯০০টি পদে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক হিসাবে কর্মী নিয়োগ করা হবে৷ যে কোনও বিষয়ে মাস্টার্স ডিগ্রিতে ৫০ শতাংশ নম্বর থাকলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷ থাকতে হবে বিএড ডিগ্রি৷ ৪০বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে৷ বেতন ৪৪ হাজার ৯০০টাকা থেকে ১ লক্ষ ৪২ হাজার ৪০০টাকা৷

লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স বা এক বছরের ডিগ্রি কোর্স করা থাকলে লাইব্রেরিয়ান গ্রুপ বি পদে আবেদন করা যাবে৷ ৫ হাজার ৩০০টি শূন্যপদে হবে কর্মী নিয়োগ৷ ৩৫ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ ৪৪ হাজার ৯০০ টাকা থেকে ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা বেতন পাবেন এই পদে নিযুক্ত ব্যক্তি৷

৫ হাজার ৩০০টি শূন্যপদে প্রাইমারি টিচার গ্রুপ বি বিভাগে কর্মী নিয়োগ হবে৷ উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস ও ২ বছরের এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা কোর্স করা থাকলে, এই পদের জন্য আবেদন করা সম্ভব৷ এই পদে নিযুক্তরা ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০টাকা বেতন পাবেন৷  

[মাস্টার্স করেছেন? তবে আপনার জন্য রইল চাকরির সন্ধান]

উচ্চমাধ্যমিক পাস ও মিউজিকের ডিগ্রি কোর্স করা থাকলে প্রাইমারি গ্রুপ বি মিউজিক বিভাগের শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ ২০১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷ এই পদে নিযুক্তরা ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা বেতন পাবেন৷ ৩৫ বছর পর্যন্ত বয়সীরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷

www.kvsangathan.nic.in – এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আপনি এই শূন্যপদগুলির জন্য আবেদন পত্র পাবেন৷ আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যেই আপনি অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন৷ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে৷ পরীক্ষা কবে হবে, কোথায় সিট পড়বে তাও জানা যাবে ওই নির্দিষ্ট ওয়েবসাইটেই৷

The post কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ, মাস্টার্স হলেই করা যাবে আবেদন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement