shono
Advertisement

বীরভূম ও পশ্চিম বর্ধমানে মিলতে পারে সরকারি চাকরির সুযোগ, আবেদন করতে ভুলবেন না

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
Posted: 03:26 PM Oct 20, 2020Updated: 03:26 PM Oct 20, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, লেডি কাউন্সেলর পদে কর্মী নিয়োগ হবে বীরভূম ও পশ্চিম বর্ধমানে। বীরভূমে লেডি কাউন্সেলর পদে একজনকে এবং পশ্চিম বর্ধমানে ব্লক লেডি কাউন্সেলর পদে ২ জনকে নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

আবেদনের শর্ত:
১. সাইকোলজি/সোশ্যাল ওয়ার্ক/সোশিওলজি/অ্যানথ্রোপোলজি/হিউম্যান ডেভলপমেন্টে স্নাতক অথবা স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. আবেদনকারী বীরভূমের বাসিন্দা হলে অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা:
সমাজসেবামূলক কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী জায়গায় কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের নিরিখে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারে।
বেতন:
লেডি কাউন্সেলর পদে নিযুক্ত প্রতি মাসে ১৩ হাজার ৫৬০ টাকা এবং ব্লক লেডি কাউন্সেলর পদে নিযুক্ত প্রার্থী ১৩ হাজার ২০০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা খতিয়ে দেখে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের ফি:
এই শূন্যপদে আবেদনের ফি হিসাবে সাধারণ বা জেনারেল প্রার্থীদের ১০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৫০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে।
বীরভূমে লেডি কাউন্সেলর পদের জন্য আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ (ডিপিএমইউ সেকশন), নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওল্ড আউটডোর ক্যাম্পাস, পোস্ট অফিস: সিউড়ি, জেলা: বীরভূম, পিন কোড: ৭৩১১০১, পশ্চিমবঙ্গ।

বীরভূমে আবেদনকারীদের আগামী ১৫ নভেম্বর বিকেল চারটের মধ্যে উপরোক্ত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। ব্লক লেডি কাউন্সেলর পদে আবেদনের শেষ দিন ৩১ অক্টোবর।

বীরভূমের আবেদনকারীদের আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য //www.birbhum.gov.in ব্লক লেডি কাউন্সেলর পদে আবেদনকারীদের www.wbhealth.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: দিতে হবে না ইন্টারভিউ! কেন্দ্রের পথে হেঁটে সরকারি চাকরির নিয়োগে আমূল বদল ২৩ রাজ্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement