shono
Advertisement

আইনের জ্ঞান থাকলেই আপনার জন্য অপেক্ষা করছে রাজ্য সরকারের চাকরি

কীভাবে আবেদন করবেন, জেনে নিন৷ The post আইনের জ্ঞান থাকলেই আপনার জন্য অপেক্ষা করছে রাজ্য সরকারের চাকরি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 PM Oct 01, 2018Updated: 09:05 PM Oct 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের আইন দপ্তরে কর্মসংস্থান৷ ল অফিসারের ৫০টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ প্রক্রিয়া৷ ইচ্ছুক আবেদনকারীরা চলতি মাসের ৮ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন৷ এই বিষয়ে বিশদ তথ্য পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইট https://wb.gov.in ঠিকানায়৷

Advertisement

[রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

এই পদে কাজের জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক হতে হবে৷ তবে আইন বিষয়ে জ্ঞান থাকলে ও পাঁচ বছর আইনজীবী হিসাবে কাজের অভিজ্ঞতা থাকলে তাঁদের বিশেষ গুরুত্ব দিয়ে বিচার করা হবে৷ এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের৷ আবেদনকারীদের ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়স ৫০ হতে পারে৷ তবে ৫৫ বছর বয়স পর্যন্ত তফসিলি জাতি ও উপ-জাতিভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন৷ ওবিসি-র ক্ষেত্রে বসয়ের সীমা ৫৩৷ ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে আবেদনকারীদের৷ বেছে নেওয়া হবে সেরা ৫০ জনকে৷ প্রত্যেকের ক্ষেত্রে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা৷

[জোনাল অফিসে কর্মী নিয়োগ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া]

কীভাবে আবেদন করবেন? পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে৷ পিডিএফ আকারে নিজের সিভি বা বায়োডাটা আপলোড করতে পারেন৷ তাতে অবশ্যই থাকতে হবে আবেদনকারীর নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা ইত্যাদি৷ এছাড়া ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারেন ‘Office of the Secretary, Law Department, Writers’ Building, Kolkata- 700 001’ ঠিকানায়৷ আবেদন করার শেষ তারিখ ৮ সেপ্টেম্বর৷

The post আইনের জ্ঞান থাকলেই আপনার জন্য অপেক্ষা করছে রাজ্য সরকারের চাকরি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement