shono
Advertisement

মাধ্যমিক পাশেই ভারতীয় বায়ুসেনায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
Posted: 04:19 PM Oct 21, 2022Updated: 04:20 PM Oct 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর বায়ু (নন কমব্যাটেন্ট) পদে কয়েক হাজার কর্মী নিয়োগ। বারাকপুর ও পানাগড় এয়ারফোর্স স্টেশনের জন্য কুক, ওয়েটার, সাফাইওয়ালা, লস্কর, ওয়াশারআপ, ওয়াটার কেরিয়ার, মুচি, টেলর ও ওয়াচম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ যুবকেরা আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়সসীমা:
১৯৯৯ সালের ডিসেম্বর থেকে ২০০৫ সালের জুন তারিখের মধ্যে যাঁরা জন্মেছেন, তাঁরাই আবেদন করতে পারেন।

আবেদনকারীর শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৫২.৫ সেন্টিমিটার
বুকের ছাতি: ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকা দরকার।
ওজন: উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে।

[আরও পড়ুন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বিঃদ্রঃ:

  • চুক্তিভিত্তিতে মোট চার বছরের চাকরি। শুরুতে ছ’মাসের ট্রেনিং। ট্রেনিং চলার সময় পাওয়া যাবে স্টাইপেন্ড।
  • আগামী ২৫ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement