shono
Advertisement
RG Kar Case

মাস্টারমাইন্ড সন্দীপই! আর জি কর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করতে চলেছে CBI

সন্দীপ-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দেবে সিবিআই।
Published By: Subhankar PatraPosted: 03:06 PM Nov 29, 2024Updated: 05:21 PM Nov 29, 2024

অর্ণব আইচ: আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। আজ শুক্রবার আলিপুর আদালতে চার্জশিট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মূল অভিযুক্ত হিসেবে নাম থাকবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এছাড়াও বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলি ও  আশিস পাণ্ডের নাম থাকতে পারে চার্জশিটে। 

Advertisement

আর জি করের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ কাণ্ডের পর হাসপাতালে আর্থিক দুর্নীতির তথ্য সামনে আসে। ২৩ আগস্ট হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআই তদন্তের নির্দেশ দেন। তদন্তে উঠে আসে একের পর এক আর্থিক বেনিয়মের তথ্য। ২ সেপ্টেম্বর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই। সেই দিন একই মামলায়  সন্দীপের সঙ্গে বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদের মধ্যে আফসার, সন্দীপের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন বলে জানা যায়। তদন্ত এগোনোর পর অক্টোবর মাসের শুরুর দিকে আশিস পাণ্ডে নামে একজনকে গ্রেপ্তার করে সিবিআই। তিনি সন্দীপের ঘনিষ্ঠ বলে পরিচিত। আশিসের বিরুদ্ধে 'থেট্র কালচারে'র অভিযোগ তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা।

সন্দীপকে গ্রেপ্তার করার পর প্রায় তিনমাসের মধ্যে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। ধৃতদের বিরুদ্ধে হাসপাতালে টেন্ডার দুর্নীতি, মেডিক্যাল বর্জ্য নিয়ে আর্থিক অনিয়ম, হাসপাতালের মর্গেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্তের পর পাঁচজন অভিযুক্ত ও তিনটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই। 

প্রসঙ্গত, ৯ আগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। ঘটনায় কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার সন্দীপ রায়কে গ্রেপ্তার করা হয়। তাকে মূল অভিযুক্ত করে সেই মামলার চার্জশিট আগেই পেশ হয়েছে। শিয়ালদহ আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। এবার আর্থিক দুর্নীতিতে সন্দীপ-সহ পাঁচজনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিতে চলেছে সিবিআই।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই।
  • আজ শুক্রবার আলিপুর আদালতে চার্জশিট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • মূল অভিযুক্ত হিসেবে নাম থাকবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এছাড়াও বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলি ও  আশিস পাণ্ডের নাম থাকতে পারে চার্জশিটে। 
Advertisement