shono
Advertisement

মিটল অসমের বহু দশকের সমস্যা, কারবি জনগোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি কেন্দ্রের, মূলস্রোতে হাজার জঙ্গি

অসমের সংহতি বজায় রাখতে বড় পদক্ষেপ।
Posted: 09:28 PM Sep 04, 2021Updated: 09:28 PM Sep 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের বহু দশক পুরনো সমস্যা কার্যত মিটিয়ে ফেলল কেন্দ্র। বোড়ো জনগোষ্ঠীর পর পৃথক ‘কারবি লংড়ি’র দাবি তোলা পাঁচটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি (Karbi peace accord) স্বাক্ষর করল কেন্দ্র। যার ফলে পৃথক রাজ্যের দাবি ছেড়ে মূল স্রোতে ফিরল অসমের কারবি জনগোষ্ঠীর বহু জঙ্গি।

Advertisement

শনিবার দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) উপস্থিতিতে কারবি গোষ্ঠীগুলির প্রতিনিধিদের সঙ্গে শান্তিচুক্তিতে সই করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চুক্তিটি ত্রিপাক্ষিক। অর্থাৎ কেন্দ্রের পাশাপাশি অসম সরকারও এই চুক্তির শরিক। দীর্ঘদিন ধরে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনরত পাঁচটি কারবি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই চুক্তিতে সই করেছে।

[আরও পড়ুন: C-Voter Survey: উত্তরপ্রদেশের মসনদে ফের যোগীই! পাঞ্জাবও খোয়াতে পারে কংগ্রেস, বলছে সমীক্ষা]

এই সংগঠনগুলি হল পিপলস ডেমোক্র্যাটিক কারবি লংড়ি, কারবি লংড়ি এনসি হিলস লিবারেশন ফ্রন্ট, কারবি পিপল’স লিবারেশন টাইগার, কুকি লিবারেশন ফ্রন্ট এবং ইউনাইটেড পিপলস লিবারেশন আর্মি (UPLA)। ইতিমধ্যেই এই পাঁচটি সংগঠনের ১ হাজার ৪০ জন জঙ্গি সমাজের মূলস্রোতে ফিরেছেন। পৃথক রাজ্য ছাড়া কেন্দ্র এই সংগঠনগুলির বেশ কিছু দাবি মেনে নিয়েছে। তাছাড়া কারবি অটোনোমাস কাউন্সিলের জন্য ১৫০০ কোটি টাকার আর্থিক প্যাকেজও ঘোষণা করেছে কেন্দ্র।

[আরও পড়ুন: বিচারপতি নিয়োগে তৎপরতা, কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ প্রধান বিচারপতি রামানা]

প্রসঙ্গত, কারবি আংলং জেলায় পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনকারীরা বহু দশক ধরেই অসম তথা ভারত সরকারের জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তাঁদের সঙ্গে শান্তিচুক্তি সই করে অসমের (Assam) অখণ্ডতাকে অক্ষুন্ন রাখল কেন্দ্র। এর আগেও পৃথক রাজ্যের দাবিতে অসমে একাধিক জনগোষ্ঠী আন্দোলন করেছে। অনেকগুলি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে তাদের মূলস্রোতে ফিরিয়ে এনেছে সরকার। শুধু অসম নয়, উত্তরপূর্বের অন্য রাজ্যেও একইভাবে একাধিক জঙ্গিগোষ্ঠীকে দমন করেছে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement