সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালে 'ভারত নিরাপদ নয়' মন্তব্য করে নিজে 'খাল কেটে বিতর্ক'কে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির খান (Aamir Khan)। দেশে 'ধর্মীয় অসহিষ্ণুতার পরিবেশে' তাঁর তৎকালীন স্ত্রী কিরণ রাও দেশ ছাড়তে চাইছেন বলায় মারাত্মক কটাক্ষের মুখেও পড়তে হয়েছে আমিরকে। বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয়েছিল অভিনেতাকে। তবে এক দশক আগের সেই বিতর্ক বর্তমানে অতীত। ৭৬তম সাধারণতন্ত্র দিবসে (76th Republic Day) মোদিস্তুতি শোনা গেল আমিরের মুখে।
রবিবার গুজরাতের একতা নগরের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেখানে স্ট্যাচু অফ লিবার্টির সামনে দাঁড়িয়েই নরেন্দ্র মোদির (Narendra Modi) ভূয়সী প্রশংসা করলেন আমির খান। পরনে সাদা কুর্তা-পাজামা। কড়া নিরাপত্তাবলয়ের মাঝে দাঁড়িয়ে পতাকা উত্তোলন দেখলেন। স্যালুট জানিয়ে জাতীয় সঙ্গীত গাইতেও দেখা গেল অভিনেতাকে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির জানান, "এখানে আমন্ত্রিত হয়ে স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি। আমার পূর্বসূরী মৌলানা আজাদ, গান্ধীজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। এখানে এসে আজকের দিনটি দারুণ উপভোগ করলাম। মোদিজির দৃরদৃষ্টিতার জন্যই এমন একটি অসাধারণ জাগয়া গড়ে উঠেছে। আমি সকলকে অনুরোধ করব এখানে এসে ঘুরে যাওয়ার জন্য।"
সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার-সহ আরও অনেকেই। দেশের স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণ করে এক্স হ্যান্ডেলে অক্ষয় লিখেছেন, "ওঁদের আত্মবলিদানের জন্য আমরা আজকে মুক্ত। চলুন আমরা স্বক্ষেত্রে কর্মের মাধ্যমে এই স্বাধীনতাকে উদযাপন করে ভারতকে উচ্চতার শিখরে পৌঁছে দিই।"