shono
Advertisement

Breaking News

Abhishek Bachchan

আরও প্রেমে...বিচ্ছেদ 'গুজব' উড়িয়ে সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বর্যকে উৎসর্গ অভিষেকের

বলিউডে ২৫ বছরের কেরিয়ারে প্রথমবার 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' জিতলেন জুনিয়র বচ্চন।
Published By: Sucheta SenguptaPosted: 10:00 AM Oct 13, 2025Updated: 11:25 AM Oct 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আরও প্রেমে আরও প্রেমে/ মোর আমি ডুবে যাক নেমে...'। বি-টাউনে সেলেব দম্পতিদের নিয়ে এত বিচ্ছেদ-জল্পনার মাঝে হয়ত এখন এই গানটাই গুনগুন করে গাইছেন অভিষেক বচ্চন। হাওয়া অন্তত তেমনই। রবিবারই কেরিয়ারের প্রথম সেরা অভিনেতা হিসেবে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' জিতেছেন তিনি। আর পুরস্কার নিতে উঠে মঞ্চ থেকে তা উৎসর্গ করলেন স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে। উল্লেখ করলেন মেয়ে আরাধ্যার কথাও।

Advertisement

স্ত্রী, মেয়ের সঙ্গে অভিষেক বচ্চন।

আবেগবিহ্বল কণ্ঠে অভিষেক বললেন, ''ঐশ্বর্য আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।'' বাবাকে স্মরণ করতেও ভোলেননি অভিষেক। বাবা-মেয়ের কাহিনি নিয়ে তৈরি ছবি 'আই ওয়ান্ট টু টক' এর জন্য অভিষেক বচ্চন সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। তাই বাবা অমিতাভ বচ্চন ও কন্যা আরাধ্যাকেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন।

যে ছবির জন্য অভিষেকের কেরিয়ারে প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সেই 'আই ওয়ান্ট টু টক' ছবির কাহিনি মন ছুঁয়ে যায়। সুজিত সরকারের এই সিনেমার মূল বিষয়, জীবনের প্রান্তবেলায় দাঁড়িয়ে এক অসুস্থ বাবা মেয়ের সঙ্গে সম্পর্কে নতুন করে শান দিতে আগ্রহী। কীভাবে তাঁরা ফের একে অপরকে জড়িয়ে বাঁচবে, সেটাই পরতে পরতে উঠে এসেছে গোটা সিনেমাজুড়ে। বাবার চরিত্রে তুখড় এবং মনকাড়া অভিনয়ই জুনিয়র বচ্চনকে সেরা অভিনেতার পুরস্কার এনে দিয়েছে।

'আই ওয়ান্ট টু টক' ছবির দৃশ্য।

রবিবার সেই পুরস্কার হাতে নিয়ে আবেগে ভেসে গেলেন অভিষেক। বললেন, ''গত ২৫ বছরের এই পুরস্কারটা পাওয়ার স্বপ্ন বুকের ভিতর লালন করে এসেছি। আজ সত্যি হল। আমার চেয়েও আমার পরিবার বেশি খুশি। সমস্ত পরিচালক, প্রযোজক, যাঁরা আমার উপর ভরসা রেখেছেন, গত ২৫ বছর ধরে আমাকে কাজের সুযোগ দিয়েছেন, তাঁদের সকলকে এটা উৎসর্গ করলাম। এই পুরস্কার পাওয়া সহজ ছিল না। কিন্তু আমি মনে করি, আমি এর যোগ্য হতে পেরেছি।''

অভিষেকের এসব বক্তব্য নিয়ে এত চর্চার বিশেষ কারণ একটিই। বেশ খানিকটা সময় ধরে তাঁর স্ত্রী, প্রাক্তন 'মিস ওয়ার্ল্ড' তথা বলিউডের প্রতিভাবান অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে দূরত্ব ও বিচ্ছেদ জল্পনা যেভাবে ছড়িয়েছে, তাতে অভিষেকের এই পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করার অর্থই আলাদা। বি-টাউনে সমস্ত গুঞ্জন, ফিসফাস সরিয়ে 'অর্ধাঙ্গিনী' শব্দের প্রকৃত অর্থ যে কী, সেটাই বোধহয় আরও একবার বুঝিয়ে দিলেন জুনিয়র বচ্চন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচ্ছেদ জল্পনা উড়িয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঐশ্বর্যকে উৎসর্গ অভিষেক বচ্চনের।
  • বলিউডে ২৫ বছরের কেরিয়ারে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' জিতলেন জুনিয়র বচ্চন।
  • পুরস্কার মঞ্চে স্ত্রী, মেয়েকে নিয়ে আবেগবিহ্বল হয়ে পড়েন তিনি।
Advertisement