সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ছবির শুটিং ফ্লোরে বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জীতু কমল। বুকে ব্যথা ও প্রচণ্ড জ্বর নিয়ে তড়িঘড়ি বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন জীতু। বুকে ব্যথা কমলেও জ্বর ছিল গায়ে। গত বৃহস্পতিবার বেশ কিছু স্বাস্থ্যপরীক্ষাও হয় অভিনেতার। এরই মধ্যে কবে ফের শুটিং ফ্লোরে ফিরবেন জীতু সেই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছিল। এবার সেই নিয়ে সংবাদমাধ্যমকে জানালেন জীতুর আপ্ত-সহায়ক।
বাংলা এক সংবাদমাধ্যমকে জীতুর আপ্ত-সহায়ক জানান, দু-একদিনের মধ্যেই হয়তো অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে সবটাই নির্ভর করছে চিকিৎসকের উপর। তাঁর পরামর্শ মেনেই চলছেন জীতু। চিকিৎসকের বিবেচনা অনুযায়ী পরবর্তী সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছবির শুটিং এবং একইসঙ্গে ধারাবাহিকের শুটিং সবমিলিয়ে জীতুর এই মুহূর্তে কাজের বেশ চাপ। তাই অভিনেতাও শুটিং ফ্লোরে ফেরার জন্যও উদ্গ্রীব হয়ে রয়েছেন।
এই মুহূর্তে ধারাবাহিকের নায়ককে ছাড়া শুটিং করতে গিয়ে বেশ সমস্যায় পড়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্র্যাক চলছে ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। এই মুহুর্তে সেখানে চলছে আর্য ও অপর্ণার বিয়ের ট্র্যাক। সাম্প্রতিক কালে হাসপাতালের বেডে শুয়েই কাজ থেকে ছুটি নেওয়ার বিষয়ে সোশাল মিডিয়া পোস্টে মনখারাপের কথা তুলে ধরেছিলেন জীতু লিখেছিলেন, 'এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি। সেই কাজ দুটো আমি ভীষণ ভীষণ ভীষণ উপভোগ করছি, আনন্দ পাচ্ছি করতে। মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম কাজ দুটো নিয়ে। তাই জন্য খাওয়া-ঘুমের সময় আমি ভুলে গিয়েছিলাম। সেটা আমার দোষ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রযোজক 'এসভিএফ' এবং 'সাই ভিগনেশ ফিল্মস' এর কাছে। আমার জন্য তাঁদের কাজে খানিক বিরতি ঘটলো। আমার জন্য তাঁরা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্থ হলো, আমি ক্ষমাপ্রার্থী।'
