সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দিল্লিতে লালকেল্লা নিকটবর্তী চত্বরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। যার প্রভাব পড়েছে দেশের মেট্রো সিটিগুলিতেও। সর্বত্র জারি হয়েছে হাই অ্যালার্ট। স্বজনহারাদের আর্তি, হাহাকার-কান্নায় অগ্নিগর্ভ রাজধানীর বাতাস ভারী! সরকারিভাবে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই নিহতদের তালিকায় রয়েছেন পায়েল ঘোষের প্রিয়জনও। যাঁকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বলিউড অভিনেত্রী।
মাত্র এক সপ্তাহ আগেই সেই বন্ধুর সঙ্গে কথা হয়েছে। আর সোমবার রাতের ঘটনায় সব শেষ! কিছুতেই বিশ্বাস করতে পারছেন না পায়েল ঘোষ। সোমবার, ১০ নভেম্বর দিল্লির মর্মান্তিক বিস্ফোরণে অভিনেত্রী যাঁকে হারিয়েছেন, তিনি শৈশবের বন্ধু সুনীতা মিশ্র। একসঙ্গে স্কুলে পড়তেন পায়েল ও সুনীতা। খবর পেয়ে স্বাভাবিকভাবেই শোকে পাথর হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী। এবার দিন দুয়েক বাদে বন্ধুবিয়োগের খবর দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন পায়েল। সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছেন, "আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে ও আর নেই। মাত্র এক সপ্তাহ আগেই আমরা কথা বললাম। এত প্রাণবন্ত মেয়ে। সবসময়ে হাসত। সবসময়ে ইতিবাচক মনোভাব নিয়ে চলত। এবং সবার মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দিত। আর সেই মেয়েটিরই মর্মান্তিক ঘটনায় এহেম পরিণতি মেনে নিতে পারছি না।"
এদিকে দিল্লি বিস্ফোরণের আঁচ পড়েছে বলিউডেও। রণবীর সিংয়ে 'ধুরন্ধর' ছবির ট্রেলার মুক্তি পিছিয়েছে। বাতিল হয়েছে শাহিদ কাপুর, কৃতী শ্যানন, রশ্মিকা মন্দানার 'ককটেল ২'-এর দিল্লি শিডিউলের শুটিংও। এহেন মর্মান্তিক পরিস্থিতিতে রাজধানীর বহু প্রতীক্ষিত শো বাতিল করেছেন মিকা সিংও। সংশ্লিষ্ট ঘটনায় আমজনতা থেকে সেলেবমহল সকলেই উদ্বিগ্ন। এমতাবস্থাতেই পায়েল ঘোষের বন্ধুবিয়োগের খবর এল।
