সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়েট করার ফল যে এমন হবে, তা আগে থেকে আন্দাজই করতে পারেননি অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। ফিট থাকতে গিয়ে উলটে হারালেন জ্ঞান। এমনকী, চোটও লাগল পায়ে!
তা ঠিক কী ঘটেছে সায়ন্তনীর সঙ্গে?
সায়ন্তনী জানিয়েছেন, মাঝ রাতে হঠাৎই খিদে পেয়ে যায় সায়ন্তনীর। ডিম সেদ্ধ করার জন্য রান্নাঘরে যেতে গিয়েই বিপত্তি। হঠাৎই মাথা ঘুরিয়ে যায়। ব্যস, অজ্ঞান হয়ে মাটিতে পরে যান তিনি। প্রায় পনেরো মিনিট জ্ঞান হারিয়ে মাটিতেই পড়ে থাকেন তিনি। জ্ঞান ফিরে আসার পরে উপলব্ধি করেন ডান পা নাড়াতে পারছেন না। কোনও রকমে নিজেকে সোফা পর্যন্ত টেনে নিয়ে যেতে পেরেছেন তিনি।
[আরও পড়ুন: প্রযোজনায় ৭ বছর, ‘খাদান’ লুক ফাঁস করে আবেগঘন বার্তা দেবের, রুক্মিণী কী লিখলেন?]
সায়ন্তনী জানান, অতিরিক্ত জিম আর কড়া ডায়েটে থাকার জন্য়ই এমনটা হয়েছে। পায়ের পাতার হাড়ও ভেঙেছে।
সায়ন্তনীর ঝুলিতে রয়েছে তিনটে ছবি। সেই ছবির জন্যই নিয়মিত শরীরচর্চা করছেন। চটজলদি রোগা হওয়ার জন্য কড়া ডায়েটও মেনে চলছেন। আর তা করতে গিয়েই বিপত্তি। রাজর্ষি দে-র পরিচালনায় ‘ও মন ভ্রমণ’ ছবির শুটিং শুরু হবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকে। এরকম সময় পায়ে চোট পাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছেন সায়ন্তনী।