সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের আঁচ পড়েছে বলিউডেও। পিছিয়েছে রণবীরের 'ধুরন্ধর' ছবির ট্রেলার মুক্তি। অন্যদিকে এই ঘটনার জেরে পিছিয়ে গিয়েছে শাহিদ-কৃতী ও রশ্মিকার ছবি 'ককটেল ২'-এর শুটিং। এবার এই ঘটনার জেরে বাতিল হল মিকা সিংয়ের অনুষ্ঠানও। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন তিনি নিজেই।
১২ নভেম্বর, বুধবার দিল্লির সোহো ক্লাবে মিকার লাইভ শো হওয়ার কথা ছিল। বেশ কিছুদিন আগে সেই নিয়ে একটি পোস্টও করেছিলেন তিনি। ইতিমধ্যেই দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় সারা দেশের মনখারাপ। মর্মাহত মিকা নিজেও। তাই এই ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাঁদের পরিবারের প্রতি সম্মান জানিয়েই শো বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দিল্লি বিস্ফোরণের পরেই দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আর এরপরই শুরু হয়েছে তদন্ত। বুধবার সকালেও বিস্ফোরণের স্থানে রয়েছে কড়া প্রহরা। তদন্তে উঠে এসেছে, মূলত ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। জম্মু ও কাশ্মীর পুলিশ একে বলছে ‘হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম’। দিল্লিতে এহেন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আমজনতা থেকে সেলেবমহল সকলেই উদ্বিগ্ন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির তারকারা। করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, সিদ্ধার্থ মালহোত্রা, রবিনা ট্যান্ডন, সোনু সুদ থেকে আল্লু অর্জুন, থলপতি বিজয়-সহ আরও অনেকেই।
