shono
Advertisement
Ajay Devgan

'ভুলভুলাইয়া ৩'র কাছে হেরে ভূত 'সিংহম এগেইন', বক্স অফিসের যুদ্ধ নিয়ে মুখ খুললেন অজয়

দিওয়ালিতে মুক্তি পায় এই দুই ছবি।
Published By: Akash MisraPosted: 01:29 PM Nov 09, 2024Updated: 05:34 PM Nov 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই বোঝা গিয়েছিল এবারের দিওয়ালি রিলিজ 'ভুলভুলাইয়া ৩' ও 'সিংহম এগেইন'- দুই ছবির মধ্যে বক্স অফিসে মহাযুদ্ধ শুরু হবে। ছবির প্রচারের সময় এই মহাযুদ্ধের নানা ইঙ্গিতও পেয়েছিলেন অনুরাগীরা। দুই ছবিরই কলাকুশলীরা স্পষ্ট বলেছিলেন, 'ভুলভুলাইয়া ৩' ও 'সিংহম এগেইন'-এর মধ্যে শেয়ানে শেয়ানে টক্কর হবে। তবে ছবি মুক্তির একসপ্তাহ কাটতেই বক্স অফিসের কাহানিতে টুইস্ট। তথ্য বলছে, ব্যবসার দিক থেকে 'ভুলভুলাইয়া ৩' থেকে অনেকটাই পিছিয়ে 'সিংহম এগেইন'। এবার এই দুই ছবির বক্স অফিস রিপোর্ট নিয়ে মুখ খুললেন অজয় দেবগন।

Advertisement

অজয়ের কথায়, ''দিওয়ালিতে দুটি বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছে, এটাই অনেকটা বড় ব্য়াপার। বলিউডে এখন তাই বক্স অফিসের যুদ্ধের চেয়ে বিগ বাজেটের ছবি তৈরি হওয়াটাই গুরুত্বপূর্ণ। আমি ভুলভুলাইয়া ৩ দেখব। ওই ছবিটা যে ভালো হয়েছে, তা আমি জানি। আমার মনে হয়, দুটি ছবিই বক্স অফিসে ভালো ফল করার মতো। একটু তফাৎ তো থাকবেই ব্যবসায়। কিন্তু তার মানে এই নয় যে, এই দুই ছবির মধ্যে কোনও লড়াই রয়েছে।''

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, 'সিংহম এগেইন' মুক্তির দিন ব্যবসা করেছিল ৪৩.৫০ কোটি টাকার। এই অঙ্কটা কিন্তু ছিল 'ভুল ভুলাইয়া ৩'-এর প্রথম দিনের অঙ্কের চেয়ে বেশিই। তবে দ্বিতীয়দিনে এই আয়ের মাত্রা কিছুটা হলেও বাড়ে। দ্বিতীয়দিন এই ছবিটি বক্স অফিসে আয় করেছিল ৪৪.৫০ কোটি টাকার। অর্থাৎ দুদিনে এই ছবি আয় করেছিল ৮৮ কোটি। অনেকেই ভেবেছিলেন তৃতীয় দিনে এই ছবিটি ছুঁয়ে ফেলবে ১০০ কোটির লক্ষ্যমাত্রা, তবে তা হয়নি। অন্যদিকে, ছবি মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ভুলভুলাইয়া ৩। ট্রেন্ড বলছে, 'সিংহম এগেইন' ছবির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কার্তিকের এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার এই দুই ছবির বক্স অফিস রিপোর্ট নিয়ে মুখ খুললেন অজয় দেবগন।
  • ট্রেন্ড বলছে, 'সিংহম এগেইন' ছবির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কার্তিকের এই ছবি।
Advertisement