সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
সম্প্রতি 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' টক শোয়ের এক বিশেষ পর্বে কাজল বলেন, "ঠিক সময়ে ঠিক মানুষকে যে কেউ বিয়ে করবে, তার গ্যারান্টি কী? 'রিনিউয়াল অপশন' খোলা থাকলে ঠিক আছে, তবে দাম্পত্যের 'এক্সপায়ারি ডেট' থাকলে দুজনের কাউকেই ভুগতে হবে না।" অভিনেত্রীর এহেন মন্তব্য নিয়ে যখন প্রবল শোরগোল, তখন 'দে দে প্যায়ার দে' সিনেমার প্রচার করতে গিয়ে সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য করলেন অজয় দেবগনও! যা তাঁদের দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনের পালে আরও হাওয়া জোগাল। অজয়ের কথায়, "বর্তমানে প্রেম-ভালোবাসা বড়ই সস্তা হয়ে দাঁড়িয়েছে! এত অপ্রয়োজনীয় কারণেও 'ভালোবাসি' শব্দটা বলা হয় যে, অর্থটাই হারিয়ে গিয়েছে। আমাদের প্রজন্মে তো একটা পর্যায়ে সম্পর্ক পৌঁছনোর পর 'আমরা ভালোবাসি' বলতাম। তবে মানুষ এখন 'ভালোবাসা' শব্দটার গভীরতা বোঝে না।" এখানেই শেষ নয়!
ওই সাক্ষাৎকারে অজয়ের সংযোজন, "এখন তো সব মেসেজেই হার্ট ইমোজি জুড়ে দেওয়া হয়।" পাশে বসে 'দে দে প্যায়ার দে' সিনেমার সহ-অভিনেতা আর মাধবনও তাঁর কথায় সায় দিয়ে বলেন, "হ্যাঁ, বিষয়টা এতটাই জলভাত হয়ে দাঁড়িয়েছে যে মানুষ আজকাল পোষ্যকে ভালোবাসার সঙ্গে তুলনা টানে। ঠিক এতটা ভালোবাসা যদি কোনও মানুষের জন্য থাকত...।" এরপরই মাধবনের মুখের কথা কেড়ে নিয়ে অজয় দেবগনের সংযোজন, "আসলে মানুষের পক্ষে এই ধরণের ভালোবাসা সম্ভবই নয়, কারণ পোষ্যরা নিঃস্বার্থভাবে ভলোবাসতে জানে। আর বিনিময়ে কিছু চায়ও না।" এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের অজয়-কাজলের দাম্পত্য নিয়ে শোরোগোল। প্রশ্ন উঠেছে, সেলেব দম্পতির সম্পর্কে কি সত্যিই চিড় ধরেছে?
