shono
Advertisement
Akshay Kumar

'আমি মরিনি', মৃত্যুসংবাদ পেয়ে কাতর বার্তা অক্ষয়ের, ব্যাপারটা কী?

আর কী বললেন অক্ষয়?
Published By: Akash MisraPosted: 05:57 PM Aug 02, 2024Updated: 08:25 PM Aug 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী অবস্থা দেখুন! সম্প্রতি টলিউডের শঙ্কর চক্রবর্তীর সঙ্গে যেমনটি ঘটেছে, ঠিক তেমনি ঘটল বলিপাড়ার খিলাড়ি কুমার অক্ষয়ের সঙ্গে! হ্যাঁ, হঠাৎই সোশাল মিডিয়ায় রটে গেল অক্ষয় কুমার মারা গিয়েছেন! এমনকী, ভুয়ো একটি ভিডিও ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়। আর তার পরেই অক্ষয়ের কাছে একের পর এক ফোন। শোকবার্তার ছড়াছড়ি। অবশেষে বিরক্ত হয়ে মুখ খুললেন অক্ষয়।

Advertisement

এমনিতেই অক্ষয়ের একের পর এক ছবি ফ্লপ। বক্স অফিসে কিছুতেই ম্যাজিক দেখাতে পারছেন না তিনি। যে অক্ষয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড, সেই অক্ষয়ের ছবি একেবারেই চলছে না। গুঞ্জন বলছে, অক্ষয়ের একের পর এক ফ্লপের কারণেই মৃত্যুর খবর রটেছিল। তবে এই মৃত্যুসংবাদ পেয়ে একেবারেই চুপ থাকেননি তিনি। বরং ট্রোলারদের কড়া জবাব দিয়েছেন। অক্ষয়ের কথায়, 'আমি মরিনি, এখনও বেঁচে আছি!'

সম্প্রতি অক্ষয় বলেছিলেন, ''আমি যে ছবিগুলো করেছি, কোনটাও সফল হয়েছে, কোনটা হয়নি। ব্যর্থতা আমার কাছে নতুন নয়। কেরিয়ারের একটা সময় আমার একটানা ১৬টি ছবি ফ্লপ করেছিল। কিন্তু আমি তার পরেও কাজ করতেই থেকেছি। আগামী দিনেও কাজ করতেই থাকব।''

[আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে প্রতিবাদী আইরা, মেয়ের শিক্ষা নিয়ে তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা ‘আব্বু’ সৃজিতের]

একসময় অক্ষয় মানেই বলিউড বক্স অফিস একেবারে হাতের মুঠোয়। বলিউডের খিলাড়ি কুমারের ছবি মুক্তি পেলেই কোটি টাকার ক্লাবে। তবে করোনা আবহের পর যেন অক্ষয়ের ভাগ্যে শনিরদশা। নানা অবতারে বলিপর্দায় এলেও, দর্শকরা কিন্তু পাত্তা দিচ্ছেন না অক্ষয়কে। যা জলজ্যান্ত প্রমাণ ‘বেলবটম’, ‘রামসেতু’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘মিশম রানিগঞ্জ’। একমাত্র ‘ও মাই গড ২’ যা একটু ব্যবসা করেছিল। পর পর ফ্লপ দেওয়ায় অক্ষয়কে নেটিজেনরা মাঝে মধ্য়ে কুকথা বলতে থাকেন। তার উপর গেরুয়া শিবিরের দিকে অক্ষয় ঝুঁকে থাকায়, কটাক্ষের ধরন হয় আর তীব্রতর। আর এবার সেই কটাক্ষেই মুখ খুললেন অক্ষয়।

[আরও পড়ুন: হাজার কোটির দুর্নীতিতে ED ছুটছে পিছনে! ৩ কোটির গাড়ি কিনে ‘দেখনদারি’ রাজ-শিল্পার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এমনিতেই অক্ষয়ের একের পর এক ছবি ফ্লপ।
  • হঠাৎই সোশাল মিডিয়ায় রটে গেল অক্ষয় কুমার মারা গিয়েছেন!
Advertisement