shono
Advertisement

Breaking News

Allu Arjun

অন্তর্বর্তী জামিন পেলেও জেলেই রাত্রিবাস আল্লু অর্জুনের, কারণ কী?

শুক্রবার গ্রেপ্তারির কিছুক্ষণের মধ্যে তেলেঙ্গানা হাই কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। তা সত্ত্বেও রাত কাটাতে হচ্ছে জেলে।
Published By: Sucheta SenguptaPosted: 12:32 AM Dec 14, 2024Updated: 12:35 AM Dec 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্ন আদালত ১৪ দিনের জন্য তাঁকে কারারুদ্ধ করার পথে হেঁটেছিল। সেই রায় খারিজ করে উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। তাও আবার গ্রেপ্তারির কয়েকঘণ্টার মধ্যে। ফলে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে আর জেলে থাকতে হবে না, এমনটাই স্বাভাবিক ছিল। কিন্তু আইনি গেরোয় আটকে শুক্রবার রাতটুকু জেলেই কাটাতে হবে অভিনেতাকে। কারণ খুব একটা সুস্পষ্ট না হলেও সূত্রের খবর, জামিনের অর্ডার এখনও হাতে আসেনি। শনিবারের সকালের আগে তিনি জেল থেকে বেরতে পারছেন না। যদিও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কোনও কারণ দেখাননি। শুধুমাত্র জানিয়েছেন, আগামিকাল সকালে মুক্তি পাবেন আল্লু অর্জুন। আর এই খবর ছড়াতেই হায়দরাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারের বাইরে তাঁর অনুরাগীরা প্রবল বিক্ষোভ শুরু করেছেন।

Advertisement

শুক্রবার দিনভর দক্ষিণী সুপারস্টারের গ্রেপ্তারি, জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন পাওয়া - এসব নিয়ে সরগরম ছিল সিনেদুনিয়া। প্রিয় অভিনেতার 'ঝুকেগা নেহি' ভঙ্গিকে সামনে রেখেই অনুরাগীরা তাঁর মুক্তির দাবিতে শোরগোল তুলেছিলেন। তাঁর হয়ে সুর চড়ান সহকর্মীরাও। গত ৪ ডিসেম্বর, হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড়ে এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কেন খোদ অভিনেতাকে গ্রেপ্তার করা হল? সেই প্রশ্নও ওঠে। তবে এসব কিছুর পর তেলেঙ্গানা হাই কোর্ট ব্যক্তি স্বাধীনতার যুক্তিতে সুপারস্টারের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করায় হাসি ফোটে অনুরাগীদের মুখে। ধৈর্য ধরে তাঁরা অপেক্ষা করতে থাকেন, কখন জেল থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসবেন তাঁদের প্রিয় হিরো।

সেই অপেক্ষায় শেষ হল রাত সাড়ে ১১টার কিছু পরে। জানা গেল, শুক্রবার রাতটা হায়দরাবাদের জেলেই কাটাতে হবে আল্লু অর্জুনকে। তার জন্য প্রথম শ্রেণির সেল প্রস্তুত রাখা হয়েছে। সকালের আগে মুক্তির সম্ভাবনা নেই। আর সেই ইঙ্গিত পেয়েই জেলের বাইরে প্রবল হই-হট্টগোল শুরু করেন তাঁর অনুগামীরা। কেন জেল থেকে ছাড়া হচ্ছে না, কেন এত দেরি করা হচ্ছে? এসব প্রশ্ন ছুড়ে দেন কারা কর্তৃপক্ষের উদ্দেশে। তাঁদের প্রশ্নের মুখে হায়দরাবাদের ডেপুটি পুলিশ কমিশনার এ শ্রীনিবাসন জানান, ''কেন দেরি হচ্ছে, তা আমি জানি না। সম্ভবত আগামিকাল সকালে তিনি জেল থেকে বেরতে পারবেন।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অন্তর্বর্তী জামিন হলেও জেলেই রাত কাটাতে হচ্ছে আল্লু অর্জুনকে।
  • শুক্রবার রাতে হায়দরাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে থাকবেন তিনি, শনিবার মুক্তির সম্ভাবনা।
Advertisement