shono
Advertisement
Anusha Aditya Break up

প্রেম ভাঙল অনুষা-আদিত্যর, নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তারকাযুগলের!

'প্রেম ভাঙলেও বন্ধুত্ব বহাল', বলছে তারকাযুগলের ঘনিষ্ঠসূত্র।
Published By: Sandipta BhanjaPosted: 05:39 PM Nov 10, 2025Updated: 06:53 PM Nov 10, 2025

বিশেষ সংবাদদাতা: কথা ছিল, নতুন বছরেই সাতপাক ঘুরবেন অনুষা বিশ্বনাথন এবং আদিত্য সেনগুপ্ত! তার প্রাক্কালেই তারকাযুগলের প্রেমে ভাঙন। দিন দুয়েক ধরেই এহেন গুঞ্জন টলিপাড়ায়। এবার তাতে সিলমোহর দিল অনুষা-আদিত্যর ঘনিষ্ঠসূত্র।

Advertisement

টলিপাড়ায় সম্পর্ক ভাঙার খবর নতুন নয়! অহরহ ভাঙনের খবরে সরগরম বাংলার সিনেমাপাড়া। কখনও তারকাদের প্রেম ভাঙার খবরে উত্তাল হয়েছে টলিউড, তো কখনও বা আবার দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনে ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস। এবার অনুষা-আদিত্যর সম্পর্ক ভাঙার খবরে মনখারাপ ঘনিষ্ঠমহলের। বছর দুয়েক সম্পর্কে ছিলেন তাঁরা। প্রেমের সম্পর্ক নিয়ে কোনওদিন রাখঢাক না করলেও এযাবৎকাল বিয়ের পরিকল্পনা নিয়ে সেভাবে মুখ খোলেননি অনুষা কিংবা আদিত্যর কেউই। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, ছাব্বিশ সালের জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তারকাযুগলের। সেইমতো দুই পরিবারের তরফে সব পরিকল্পনাও হয়ে গিয়েছিল। কিন্তু এমন আবহেই তাল কাটল অনুষা-আদিত্যর সম্পর্কের।

অভিনেত্রীই নাকি বিয়েতে অমত করেছেন, সিনেপাড়ায় যখন এহেন গুঞ্জন চাউড়, তখন তারকাযুগলের ঘনিষ্ঠ সূত্র বলছে, পারস্পরিক বোঝাপড়াতেই সম্পর্কে যতিচিহ্ন টেনেছেন অনুষা-আদিত্য। তবে সম্পর্ক ভাঙলেও তাঁদের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। এদিকে সোশাল পাড়ায় উঁকি দিতেই অভিনেত্রীর অ্যাকাউন্টে এখনও আদিত্য সেনগুপ্তর সঙ্গে ছবি জ্বলজ্বল করছে। তবে অপরপ্রান্তে অভিনেতার সোশাল মিডিয়ায় অনুষার অনুপস্থিতি লক্ষণীয়। যদিও অশোক বিশ্বনাথন, মধুমন্তী মৈত্রকন্যা অনুষা এবং খেয়ালি ঘোষদস্তিদার, অরিন্দম গঙ্গোপাধ্যায়পুত্র আদিত্যর বিচ্ছেদের নেপথ্যের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কথা ছিল, নতুন বছরেই সাতপাক ঘুরবেন অনুষা বিশ্বনাথন এবং আদিত্য সেনগুপ্ত!
  • তার প্রাক্কালেই তারকাযুগলের প্রেমে ভাঙন।
  • দিন দুয়েক ধরেই এহেন গুঞ্জন টলিপাড়ায়। এবার তাতে সিলমোহর দিল অনুষা-আদিত্যর ঘনিষ্ঠসূত্র।
Advertisement