সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত কোরিওগ্রাফারের সঙ্গে নতুন ছবির কাজে সংযুক্ত হয়ে বিতর্কের মুখে এ আর রহমান। সোশাল মিডিয়ায় কোরিওগ্রাফার শাইক জানি বাশার সঙ্গে সঙ্গীত জগতের কিংবদন্তির ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নিন্দার ঝড়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত ওই কোরিওগ্রাফারের সঙ্গে কী করে তিনি কাজ করতে পারলেন?
উল্লেখ্য, জাহ্নবী ও রাম চরণের নতুন ছবি 'পেদ্দি'র 'চিকিরি চিকিরি' গানের সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন এ আর রহমান। আর ছবিতে এই গানের ডান্স কোরিওগ্রাফার হিসেবে রয়েছেন জানি। কিংবদন্তি সঙ্গীত পরিচালকের সঙ্গে এদিন ছবি পোষ্ট করে জানি লেখেন, 'তার গান শুনে বর হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরমপ্রাপ্তি আমার জীবনের।' ব্যস এই ছবি দেখে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন 'অতীতেও 'মি টু'তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন রহমান সাহেব। তাহলে এক্ষেত্রে তার সেই বিচক্ষণতা কোথায় গেল?'
বলে রাখা ভালো, ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে জানিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয় ও তাঁকে পকসো আইনের আওতাতেও আনা হয়। জানির অতীতের এই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, 'এ আর রহমান সাহেব কি জানির অতীতের এই ঘটনার কথা জানেন না?' নাকি তিনি এই বিষয়টা সেভাবে গুরুত্ব দেননি?'
