সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন আরবাজ খান। প্রথমবার কন্যাসন্তানের পিতৃত্বের স্বাদ পাওয়ায় আটান্নর অভিনেতা-প্রযোজক খুশিতে ডগমগ। হাসপাতাল থেকে মেয়েকে কোলে নিয়ে বেরনোর সময়ে তাঁর সেই উচ্ছ্বাস এদিন ফটোশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছে। কন্যার গৃহপ্রবেশের পর এবার নামও প্রকাশ্যে আনলেন আরবাজ। কোরানের বিশেষ অংশ অবলম্বনে নামকরণ করা হয়েছে। বলিউডে কানাঘুষো, পরিবারের খুদে সদস্যের নাম নাকি জেঠু সলমনই ঠিক করেছেন!
কী নাম রাখা হল? বুধবার আল্লাকে স্মরণ করে সোশাল মিডিয়ায় গোলাপি রঙের কার্ডে লিখে মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন সুরা খান ও আরবাজ। মা-বাবার নামের সঙ্গে মিলিয়ে কন্যার নাম রাখা হয়েছে- সিপারা খান। পোস্টে উল্লেখ- 'সিপারা খান, আমাদের রাজকন্যে তোমাকে স্বাগত।' সেই পোস্টেই সদ্যোজাতকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। তথ্য বলছে, সিপারা নামটি উর্দু কিংবা আরবি শব্দ 'সিপারা' থেকে এসেছে। যার অর্থ পবিত্র কোরানের একটি অংশ। শুধু তাই নয়, এই নামটি আধ্যাত্মিক এবং ধর্মীয় তাৎপর্য বহন করে। যা ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তির প্রতীক।
লক্ষ্মীপুজোর আগের দিন রবিবারই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আরবাজ খানের দ্বিতীয় পক্ষের স্ত্রী সুরা খান। বুধবার মুম্বইয়ের খর এলাকার পিডি হিন্দুজা হাসপাতাল থেকে সদ্যোজাতকে কোলে নিয়ে বেরতে দেখা যায় আরবাজকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রথমেই সলমনের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান সুরা-আরবাজ। নিয়মমাফিক সেখানেই হয় কন্যাসন্তানের গৃহপ্রবেশ। বুধবার হাসপাতাল থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গোলাপি তোয়ালে মোড়া সদ্যোজাতকে নিয়ে হাসিমুখে হাসপাতাল থেকে বেরলেন আরবাজ। পরনে কালো টিশার্ট। পাশেই মাস্কে ঢাকা মুখ, কালো জ্যাকেট পরনে স্ত্রী সুরা খান। সুরা গাড়িতে উঠে গেলেও, বাবা আরবাজের উচ্ছ্বাস যেন কিছুতেই বাধ মানছে না! কন্যাকে কোলে নিয়ে গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের ক্যামেরাতেও লাজুক মুখে পোজ দিলেন অভিনেতা-প্রযোজক।
