shono
Advertisement
Arjun Kapoor

সইফকাণ্ডের মাঝেই ছাদ ভেঙে গুরুতর জখম অর্জুন কাপুর, নতুন বছরে 'অভিশপ্ত' বলিউড?

আহত প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানিও, বলিউডে একের পর এক দুর্ঘটনা।
Published By: Sandipta BhanjaPosted: 12:12 PM Jan 18, 2025Updated: 12:12 PM Jan 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় বলিপাড়ায় এখনও আতঙ্কের রেশ কাটেনি। তার মাঝেই এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর (Arjun Kapoor)। ছাদ ভেঙে গুরুতর জখম অভিনেতা। নতুন বছরের শুরুতেই তারকাদের জীবনে একের পর এক বিপত্তি!

Advertisement

জানা গিয়েছে, মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আগামী ছবি 'মেরে হাজব্যান্ড কি বিবি' সিনেমার শুটিং করছিলেন অর্জুন কাপুর। সেই সেটেই ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। যার জেরে শুধু অর্জুন কাপুরই নন, সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাস্সির আজিজও আহত হয়েছেন। তাঁরা সকলে কেমন রয়েছেন, সেটা যদিও জানা যায়নি এখনও। কীভাবে ঘটে এই ঘটনা? কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। ঈশ্বরের কৃপায় গোটা ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার উপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত। তবে অর্জুন কাপুর-সহ অনেকেই মারাত্মক জখম হয়েছেন। এই ধরনের পুরো বাড়িগুলিকে তো আমরা প্রায়শই লোকেশন হিসেবে ব্যবহার করি এটা ভেবে যে, প্রযোজনা সংস্থার তরফে সমস্ত সুরক্ষা নিশ্চিত করা হবে।"

অন্যদিকে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) এর অশোক দুবে জানান, যেহেতু দীর্ঘদিন ধরে সেখানে শুট চলছিল, তাই অতিরিক্ত শব্দের ভাইব্রেশনেই হয়তো এমন মারাত্মক ঘটনা ঘটে। অশোক নিজেও কনুই এবং মাথায় আঘাত পেয়েছেন। ডিওপি মনু আনন্দের হাতের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে। আরেক ক্যামেরা সহকারী মেরুদণ্ডে প্রচণ্ড চোট পেয়েছেন। তবে বরাত জোরে যে সকলে প্রাণে বেঁচে গিয়েছেন, সেকথাও উল্লেখ করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সইফ আলি খানের উপর হামলার ঘটনায় বলিপাড়ায় এখনও আতঙ্কের রেশ কাটেনি।
  • তার মাঝেই এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর।
  • ছাদ ভেঙে গুরুতর জখম অভিনেতা।
Advertisement