সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালে সিনেমার পর্দায় হইচই ফেলে দিয়েছিল দক্ষিণী পরিচালক রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’। পরের পর্বটিও তুমুল সাড়া ফেলে দিয়েছিল। ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ও বিপুল সাফল্য পেয়েছিল বক্স অফিসে। ব্লকবাস্টার এই দুই ছবি এতদিন ছিল নেটফ্লিক্সের মতো জনপ্রিয় ওটিটিতে। কিন্তু আচমকাই দেখা গেল ছবি দু'টি আর সেখানে নেই। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ব্যাপারটা কী?
প্রথমেই বলে রাখা ভালো, নেটফ্লিক্সে না থাকলেও আপনি চাইলেই অন্য ওটিটিতে পেয়ে যাবেন বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দু'টি ছবিই। জিওহটস্টার, সোনিলিভ, এয়ারটেল এক্সস্ট্রিম, অ্যাপল টিভি অ্যাপে তো বটেই, এমনকী ইউটিউবেও। প্রথম ছবিটির ক্ষেত্রে খরচ পড়বে ৫০ টাকা। দ্বিতীয়টিতে খরচ ১০০ টাকা।
যাই হোক, নেটফ্লিক্সে যদি ছবি দু'টি সার্চ করেন, তাহলে দেখবেন 'রিমাইন্ড মি' মেসেজ। সঙ্গে বেল আইকন। সাধারণত কোনও ছবির 'রাইটস' শেষ হয়ে গেলে ওটিটি থেকে তা সরিয়ে নেওয়া হয়। সেক্ষেত্রেই এমনটা দেখা যায়। কিন্তু এক্ষেত্রে বিষয়টা অন্য বলেই শোনা যাচ্ছে। আগামী ৩১ অক্টোবর ছবিটির প্রথম পর্বের মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে মুক্তি পাবে একটি ছবি 'বাহুবলী: দ্য এপিক'। এই ছবিটির মধ্যে দু'টি ছবিই রয়েছে! হিন্দি, তেলুগু, মালয়ালম, তামিল ভাষায় দেখা যাবে এই নতুন ছবি। বহু নেটিজেনই মনে করছেন, এই কারণেই নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে রাজামৌলির দুই ছবি। ফ্যানদের মধ্যে নতুন ছবিটি ঘিরে নয়া উদ্দীপনা তৈরি করতেই এমন পদক্ষেপ!
প্রসঙ্গত, বাহুবলী ভারতীয় ছবির ক্ষেত্রে একেবারে নতুন এক ঘরানা তৈরি করেছিল। এক মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজামৌলি জানিয়েছিলেন, এক সময় তিনি ঘোর আস্তিক ছিলেন, কিন্তু পরে নাস্তিক হয়ে যান। ঈশ্বরে তাঁর বিশ্বাস নেই। কিন্তু রামায়ণ, মহাভারতের গল্প ছোটবেলা থেকে পড়ছেন এবং তাঁর খুবই ভালো লাগে। এই পৌরাণিক মহাকাব্য, শ্রুতিগল্পের প্রভাব যে তাঁর সিনেমাতে পাওয়া যায়, তাও অস্বীকার করেননি গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী ‘RRR’ সিনেমার পরিচালক। সেই চিরকালীন গল্প বলার জাদুতেই বাহুবলী জিতে গিয়েছিল। সেই বিজয়যাত্রা এখনও চলছে!
