সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'নটী বিনোদিনী'র (Binodiini) চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করেছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ২০১৯ সালে যখন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের তরফে এই সিনেমার জন্য প্রস্তাব পান, তখন থেকেই আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন অভিনেত্রী। নাচের প্রশিক্ষণ নিয়েছেন। নতুন নৃত্যশৈলী শিখতে হয়েছে তাঁকে। রুক্মিণীর সেই কড়া হোমওয়ার্কের ঝলক দেখা গিয়েছে 'কানহা' গানেও। এবার দেব (Dev) ফাঁস করলেন, রুক্মিণী নাকি 'বিনোদিনী'র চরিত্রে এতটাই একাত্ম হয়ে গিয়েছেন যে, রাতে ঘুমের ঘোরেও হাতে নাচের মুদ্রা ফুটিয়ে তোলেন।
বক্স অফিসে 'খাদান' সাফল্যের মাঝেই 'বিনোদিনী'র প্রচার শুরু করেছেন দেব। শনিবারই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেব-রুক্মিণী শুধু জুটিতেই ধরা দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে নজর কাড়ে তাঁদের রসায়নও। আর সেখানেই রুক্মিণীর গোপন কথা ফাঁস করে নিজেই লজ্জায় পড়ে যান দেব। তৎক্ষণাৎ অবশ্য সামলে নিয়ে বলেন, "না না, ওঁর মা জানিয়েছেন। নইলে আমি কী করে জানব?" ততক্ষণে যদিও দেবের মুখ থেকে একথা শুনে লাজে রাঙা রুক্মিণীর মুখ। পাশাপাশি ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান' ছবিটি নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করে ফেলেন প্রযোজক দেব। পরিচালকের উদ্দেশে বলেন, "রামকমল মুখোপাধ্যায় আগে হিন্দি ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন বটে, তবে এবার বাংলা ছবি 'বিনোদিনী' তাঁকে আরেকটি জাতীয় পুরস্কার এনে দেবে বলে আমার বিশ্বাস।" উল্লেখ্য 'এক দুয়া' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন রামকমল। এবার তাঁর 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান'-এর ঝলক দেখে নেটপাড়া তাঁকে 'টলিউডের সঞ্জয় লীলা বনশালি' বলে আখ্যা দেওয়া শুরু করেছে।
রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ পিরিয়ড ড্রামা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল, কারণ দীনেন গুপ্ত পরবর্তী সময়ে ‘নটী বিনোদিনী’কে নিয়ে টলিউডের পর্দায় সেভাবে কাজ হয়নি। তিন দশক পরে এবার হাল ধরলেন রামকমল। বিনোদিনীর বঞ্চনার অধ্যায় থেকে তাঁর জীবনকাহিনীর কিয়দংশ তাঁর ফ্রেমে তুলে ধরতে চলেছেন দর্শকদের কাছে। বাংলার নাট্যদুনিয়ার অন্যতম ‘কাণ্ডারী’র চরিত্রকে আত্মস্থ করতে কোনওরকম কসরত বাকি রাখেননি রুক্মিণী মৈত্র। মঞ্চে বিনোদিনীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে ব্যক্তিত্ব, নৃত্যশৈলী আত্মস্থ করতে হয়েছে তাঁকে। তারই ঝলক দেখা গিয়েছে ট্রেলারে। ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গ বাবুর চরিত্রে। চমক রয়েছে আরও। ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীর আফসার আলিকে। বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি। বলাই বাহুল্য, রামকমল মুখোপাধ্যায় যে তাঁর পিরিয়ড ড্রামার কাস্টিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বাকিটা দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামী ২৩ জানুয়ারি অবধি। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান'।