সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় ফের দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন টোটা রায়চৌধুরী। পরিচালনায় রাজা চন্দ। ছবির নামও 'পুলিশ'। সম্প্রতি প্রকাশ্যে এল ছবির ট্রেলার। টানটান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর টোটার নতুন ছবির ট্রেলার।
ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে শহরের এক ভয়ানক মাফিয়ারাজ। যে কিনা পুলিশ-গোয়েন্দা কাউকেই ভয় পায় না। সেই মাফিয়াকেই খতম করতে অভিযান চালায় ইনস্পেক্টর রণদীপ রায়। এই চরিত্রেই অভিনয় করছেন টোটা। ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন টোটা। উল্লেখ্য, "টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে চুটিয়ে কাজ করছেন টোটা। নিজেকে বরাবর নতুন নতুন চরিত্রে ভাঙতে ভালোবাসেন। তাঁর বিভিন্ন ছবি যেন প্রমাণ করে দেয় যে, এক্সপেরিমেন্ট করা তাঁর কাছে একটা নেশার সমান। এবার নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেও ঠিক তেমনটাই মনে হল।
নিজের নতুন ছবি নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, "আমি এর আগে একাধিকবার পুলিশের চরিত্রে অভিনয় করেছি। তবে আমার একটাই শর্ত ছিল, আমি কখনও দুর্নীতিগ্রস্ত বা নেতিবাচক পুলিশের চরিত্রে অভিনয় করব না। কারণ, আমি খুব কাছ থেকে পুলিশদের কাজ দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে সবাই শুধু নেতিবাচক দিকগুলোই তুলে ধরেন। কিন্তু ইতিবাচক মানুষগুলোও তো আছেন। ভাবুন তো, যদি একদিন পুলিশ কাজ করা বন্ধ করে দেয় তাহলে সমাজটা কেমন হবে?" নাচ-গান, অ্যাকশন, রহস্য সবকিছুর মোড়কে তৈরি হবে এই ছবি। আগামী ২১শে নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।"
