shono
Advertisement
Riju Biswas

শাড়ি বিতর্কেই ছিঁড়ল ভাগ্যের শিকে? বড় পর্দায় ফিরছেন ঋজু!

এবার বিতর্ক অতীত, পর্দায় ফিরেছেন ঋজু।
Published By: Arani BhattacharyaPosted: 07:59 PM Nov 15, 2025Updated: 10:58 AM Nov 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দা থেকে বহু মাস দূরে রয়েছেন অভিনেতা ঋজু বিশ্বাস। কিন্তু দর্শকের দরবারে আসা-যাওয়া কিছুদিনের জন্য বন্ধ হলেও সাম্প্রতিককালে শাড়ি বিতর্কে চর্চার শিরোনামে উঠে এসেছেন অভিনেতা। সোশাল মিডিয়ায় মহিলাদের তাঁর পাঠানো 'ইউ লুক গুড ইন শাড়ি' মেসেজই এই মুহূর্তে তাঁকে তুলে নিয়ে এসেছে চর্চায়। কেন এই মেসেজ পাঠিয়েছেন তিনি বিভিন্ন মহিলাদের তা নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। সাফাইও দিয়েছেন তিনি সোজাসাপটা। এবার বিতর্ক অতীত, পর্দায় ফিরছেন ঋজু। তবে এবার একেবারে বড়পর্দায়। কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

Advertisement

শৌভিক ভট্টাচার্যের পরিচালনায় 'উপসংহার' ছবিতে দেখা যাবে তাঁকে। কিন্তু এই ছবিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু যা হতে চলেছে এই ছবিতে তা হল ঋজুর পাঠানো সেই মেসেজ। যার বাংলা অর্থ দাঁড়ায় 'শাড়িতে তোমাকে ভালো লাগছে', সেটাই নাকি হয়ে উঠবে এই ছবির 'ক্যাচলাইন'। ছবিতেও সেই সংলাপ শোনা যাবে ঋজুর মুখে। স্ত্রীকে নাকি এমনটা বলবেন ঋজু। মূলত ফেস্টিভ্যালের জন্যই নির্মিত হচ্ছে এই ছবিতে। ঋজুর বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী পায়েল রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ও। ছবিতে দাম্পত্য, বন্ধুত্ব, ত্রিকোণ প্রেম ছাড়াও একটা সম্পর্কে সমতাও যে কতটা জরুরী তা তুলে ধরা হবে। ছবিএর শুটিং এই মুহূর্তে মধ্যগগনে। শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির ডাবিংয়ের পর্বও। উল্লেখ্য, যে শাড়ি বিতর্ক ঝড় তুলেছিল ঋজুর জীবনে তা যেন এবার একপ্রকার আশীর্বাদ হয়ে ফিরল তাঁর কাছে। বলা যায় বিতর্কই যেন তাঁর ভাগ্যের শিকে ছিঁড়েছে। এর ফলেই ফের কাজের সুযোগ এসেছে ঋজুর জীবনে। শুটিং ফ্লোরে ফেরার সুযোগ হয়েছে। আবারও। দাঁড়াতে পেরেছেন ক্যামেরার সামনে আবার। 

এর আগে শাড়ি বিতর্কে সংবাদমাধ্যমকে ঋজু বিশ্বাস বলেছিলেন, "শাড়িতে ভালো লাগছে বলা কোন অপরাধ নয়। আমি তো কোনও আপত্তিকর মন্তব্য করিনি। শাড়িতে ভাল লাগছে কিনা জিজ্ঞেস করেছি। এখানে ভুলটা কোথায়?" ঋজুর মুখে এই মন্তব্যকেই ছবির সংলাপে রূপান্তরিত করেছেন পরিচালক এটা শুনে অনেকেই প্রশ্ন করেছেন বিতর্ক তৈরি হবে না তো এই নিয়ে? তাতে পরিচালকের মত স্বামী তাঁর স্ত্রীকে প্রশংসা করতেই পারেন। এতে ত কোন দোষ নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শৌভিক ভট্টাচার্যের পরিচালনায় 'উপসংহার' ছবিতে দেখা যাবে তাঁকে।
  • কিন্তু এই ছবিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু যা হতে চলেছে এই ছবিতে তা হল ঋজুর পাঠানো সেই মেসেজ।
  • যার বাংলা অর্থ দাঁড়ায় 'শাড়িতে তোমাকে ভালো লাগছে', সেটাই নাকি হয়ে উঠবে এই ছবির 'ক্যাচলাইন'।
Advertisement