সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের গোড়ার দিকে হঠাৎই নেটপাড়ায় খবর মেলে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর অসুস্থতার। সেই খবরে রীতিমতো উদ্বেগ বেড়েছিল তাঁর অনুরাগী মহলে। অভিনেত্রীর সুস্থতা কামনা করে পুজো পর্যন্ত দিয়েছিলেন তাঁর অনুরাগীরা। শারীরিক অবস্থা এতটাই জটিল হয়েছিল যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌমিতৃষাকে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি সম্প্রতি। এখন কেমন আছেন অভিনেত্রী?
নিজের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, "এখন আমি অনেকটাই সুস্থ। যদিও পুরোপুরি সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। মারাত্মক জ্বর হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এখনও কিছু শারীরিক সমস্যা আছে। সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। এখুনি কাজে যোগ দেব না। আরও কিছুদিন বিশ্রাম নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর শুটিং ফ্লোরে ফিরব।"
গত ৬ নভেম্বর নিজের অসুস্থতার কথা সোশাল মিডিয়ায় জানান সৌমিতৃষা। জানিয়েছিলেন তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে। শুধু তাই নয় ওইদিন ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়েও তাতে যোগ দিতে পারেননি সৌমিতৃষা। শারীরিক অসুস্থতার জন্য সেখানে উপস্থিত হতে পারবেন না বলে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে জানান পর্দার ‘মিঠাই’ নিজেই। ছোটপর্দায় অভিনয়ের জার্নি শুরু করেছিলেন সৌমিতৃষা। ‘মিঠাই’ চরিত্রে মন জয় করেছিলেন দর্শকের। এরপর বড়পর্দা ও ওটিটিতে তাঁর একের পর এক কাজ দর্শকের মন জিতে নিয়েছে। সম্প্রতি শেষ করেছেন ‘কালরাত্রি’ সিজন ২ সিরিজের শুটিং। এই মুহূর্তে ছোটপররাদ থেকে দূরে থাকলেও ওয়েবে কাজ করছেন অভিনেত্রী।
