shono
Advertisement

Breaking News

Deep Fridge

শুটিংয়ের সময় মা'কে হারান, 'ডিপ ফ্রিজ' মুক্তির আগে ফের প্রিয়জনের প্রয়াণে শোকাহত অর্জুন

পরিচালকের পরিবারে ঘটে গেল বড় অঘটন।
Published By: Arani BhattacharyaPosted: 02:15 PM Nov 17, 2025Updated: 02:15 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের গল্প বলবে অর্জুন দত্ত পরিচালিত ছবি 'ডিপ ফ্রিজ'। আগামী ২১ নভেম্বর ছবি মুক্তি। আর তার আগে সোম সকালেই পরিচালকের পরিবারে ঘটে গেল বড় অঘটন। সোমবার সকালে প্রয়াত হন অর্জুনের দাদা। মা চলে যাওয়ার পর থেকে বাবা, দাদা-বৌদি ও তাঁদের একমাত্র সন্তান এদে নিয়েই অর্জুনের পরিবার। এবার তাতে ঘটল ছন্দপতন। দাদাকে হারিয়ে শোকস্তব্ধ পরিচালক।

Advertisement

জানা যাচ্ছে, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক অর্জুন দত্তের দাদা। ডায়াবেটিসের সমস্যা ছিল তাঁর। চোখেও তাই নানা সমস্যা দেখা দিয়েছিল। তবে এত তাড়াতাড়ি যে তিনি চলে যাবেন এমনটা কেউই কখনও ভাবেননি। উল্লেখ্য, 'ডিপ ফ্রিজ' পরিচালনা থেকে মুক্তির আগে পর্যন্ত অর্জুনের জীবনে বয়ে গিয়েছে একাধিক ঝড়। ছবিটি যখন পরিচালনা করছেন অর্জুন তখন তাঁর মা অসুস্থ ছিলেন, কিছুদিন পর তিনি প্রয়াত হন। মাকে নিজের সবটা উজাড় করে তৈরি করা ছবি দেখাতে না পাড়ার একটা ব্যথা বারবার ঘুরে ফিরে এসেছে অর্জুনের মনে। এমনকী জাতীয় পুরস্কার প্রাপ্তির পরও মায়ের স্মৃতিতে মন খারাপ করেছিলেন অর্জুন। আক্ষেপ করেছিলেন মাকে এই ছবি দেখাতে না পাড়ার। এবার যখন ছবি মুক্তির দোরগোড়ায় তখন চলে গেলেন পরিবারের আরও এক সদস্য, পরিচালকের দাদা।

এর আগে জাতীয় পুরস্কার প্রাপ্তির পর আক্ষেপের সুরে অর্জুন বলেছিলেন, “মাকে ‘ডিপ ফ্রিজ’ দেখাতে পারিনি। আজ মনে হচ্ছে, আমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি, এ যেন আমার মা উপর থেকে কলকাঠি নাড়িয়ে করে ফেলল! এই পুরস্কারটা আমি তোমায় দিলাম মা, এই পুরস্কার আমার নয়।” আগামী ২১ নভেম্বর অর্জুনের ছবি 'ডিপ ফ্রিজ' মুক্তি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। সেই ট্রেলার জুড়ে ফুটে উঠেছে সম্পর্কের নানা টানাপোড়েন। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা যাচ্ছে, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক অর্জুন দত্তের দাদা। ডায়াবেটিসের সমস্যা ছিল তাঁর।
  • 'ডিপ ফ্রিজ' পরিচালনা থেকে মুক্তির আগে পর্যন্ত অর্জুনের জীবনে বয়ে গিয়েছে একাধিক ঝড়।
  • ছবিটি যখন পরিচালনা করছেন অর্জুন তখন তাঁর মা অসুস্থ ছিলেন।
Advertisement