সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবির শিরপা জিতেছে পরিচালক অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ। মুক্তির আগে জাতীয় সম্মান প্রাপ্তি যেন অন্য মাত্রা যোগ করেছে অর্জুনের ছবিতে। বুধবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
ছবির ট্রেলার জুড়ে রয়েছে দাম্পত্যের গল্প। এক অত্যন্ত সুখী দম্পতির জীবনের নানা টুকরো দেখা গিয়েছে ট্রেলারে। একমাত্র সন্তানকে নিয়ে তাঁদের সুখের সংসার। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে ছন্দপতন ঘটে। বিবাহবার্ষিকীর রাতে স্বামীর করা একটি ভুল মেনে নিতে পারেন না স্ত্রী। ফল হয় বিবাহবিচ্ছেদ। তবে বিচ্ছেদের পরও একে অপরের থেকে দূরে যেতে পারেননি তাঁরা। এই দুই চরিত্রেই দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীকে। কোন এক সুতোয় যেন বাঁধা থাকে তাঁরা। স্বামী বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করলেও স্ত্রী একমাত্র সন্তানকে বাঁচার রসদ খোঁজে জীবনে। বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ে জীবনে কী কী পরিবর্তন আসে, কতটা কঠিন হয় জীবনের পথচলা সেসবই তুলে ধরা হয়েছে এই ছবিতে। এককথায় বলা যায়‘ডিপ ফ্রিজ’ মূলত সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলে। বিচ্ছেদ পরবর্তী সময়ে স্বামী-স্ত্রীর জীবনের পরবর্তী অধ্যায় নিয়েই আবর্তিত হয়েছে এই ছবির গল্প।
ছবিতে আবিরের চরিত্রের নাম স্বর্ণাভ ও তনুশ্রীর চরিত্রের নাম মিলি। দীর্ঘদিন বিবাহবিচ্ছিন্ন দু’জন স্বর্ণ ও মিলি তাদের আবেগ, তাদের যন্ত্রণা লুকিয়ে রাখার যে কথা বলে তা এই ছবিতে তুলে ধরা হয়েছিল। ইতিমধ্যেই ছবিটি একাধিক জায়গায় প্রদর্শিত ও সমাদৃত হয়েছে। তবে এসবকিছুর পরও পরিচালক অর্জুনের এই ছবি বড়পর্দায় মুক্তি দেওয়া ঘিরে একটা বড় স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নও পূরণ হতে চলেছে। কারণ আগামী ২১ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে 'ডিপ ফ্রিজ'।
